shono
Advertisement
Mehbooba Mufti

গৃহবন্দি মেহবুবা! ৩৭০ ধারা বাতিলের পঞ্চম বার্ষিকীতে কাশ্মীরে অশান্তির আঁচ?

বিজেপি ও উপত্যকার অবিজেপি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা।
Published By: Amit Kumar DasPosted: 02:44 PM Aug 05, 2024Updated: 03:54 PM Aug 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে আজকের দিনেই জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছিল ৩৭০ ধারা। সেই পদক্ষেপের পঞ্চম বার্ষিকীতে ফের অশান্তির আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল উপত্যকা। অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার গৃহবন্দি করা হয়েছে পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে(Mehbooba Mufti)। ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তনভির সাদিক-সহ আরও একাধিক শীর্ষ নেতাকে। এদিকে ২০১৯ সালের সেই পদক্ষেপের পক্ষে ও বিপক্ষে মিছিলের আয়োজন করেছে বিজেপি ও পিডিপি।

Advertisement

একই লাগাতার জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। এই পরিস্থিতি ৩৭০ ধারা প্রত্যাহারের পঞ্চম বার্ষিকীতে যাতে কোনও রকম অশান্তির ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বিশেষ এই দিনে কাশ্মীরে একাত্ম উৎসব মিছিলের আয়োজন করছে বিজেপি। অন্যদিকে এই দিনটিকে জম্মু ও কাশ্মীরের 'কালো দিন' বলে আখ্যা কর্মসূচির ডাক দিয়েছে পিডিপি। ৩৭০ ধারা প্রত্যাহারের পরিবাদে মহারাজা হরি সিং পার্কে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দুই রাজনৈতিক দলের এই কর্মসূচিতে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সে কথা মাথায় রেখে আখনুর-সহ সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয়েছে। শুরু হয়েছে সেনার টহলদারি।

[আরও পড়ুন: অভিবাসী-বিরোধী বিক্ষোভে জ্বলছে ব্রিটেন, কড়া বার্তা প্রধানমন্ত্রীর]

শুধু তাই নয়, ২০১৯ সালের মতোই সোমবার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অভিযোগ তুলেছেন তাঁকে ঘরবন্দি করেছে প্রশাসন। একই অভিযোগ তুলেছেন ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তনভির সাদিক। এমনকী কাশ্মীরে অবিজেপি দলগুলির মিছিল আটকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জম্মুতেই পিডিপি দলীয় দপ্তর থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল যদিও তা শেষ পর্যন্ত আটকে দেওয়া হয়।

[আরও পড়ুন: হড়পা বান ও ভুমিধসে হিমাচলে মৃত বেড়ে ১৩, নিখোঁজ অন্তত ৪০]

গৃহবন্দি করার অভিযোগ তুলে সোমবার এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তনভির সাদিক। তিনি লেখেন, 'অন্যায়ভাবে আমাকে গৃহবন্দি করা হয়েছে। ব্যক্তিগত কাজে আমি বাইরে বেরতে চেয়েছিলাম কিন্তু আমায় যেতে দেওয়া হয়নি। এটা অন্যায় শুধু নয় রীতিমতো বেআইনি।' পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি আরও লেখেন, '৫ অগাস্ট অসাংবিধানিক ও অবৈধ ছিল এবং থাকবে। ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বিজেপি সরকার। সংবিধানকে অগাহ্য করে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক, নৈতিক সব রকম সম্পর্ক নষ্ট করেছে বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০১৯ সালে আজকের দিনেই জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছিল ৩৭০ ধারা।
  • সেই পদক্ষেপের পঞ্চম বার্ষিকীতে ফের অশান্তির আশঙ্কায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল উপত্যকা।
Advertisement