সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে দারুণ এক দৃশ্যের জন্ম দিলেন পাকিস্তানের পেসার হাসান আলি। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে নাচছেন পাক পেসার। আর তাঁর সঙ্গেই নাচছেন দর্শকরা। হাসান আলির নাচের ভিডিও ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে ২৪১ রানে।
হাসান আলির নাচ দেখে কেউ কেউ মন্তব্য করলেন, মেলবোর্নকে নাচালেন পাক পেসার। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন হাসান। মেলবোর্নের দর্শকরা ক্রিকেটবোদ্ধা হিসেবে বিখ্যাত। তাঁরা খুবই সক্রিয়। বাউন্ডারি লাইনে হাসান আলি শুরু করেন ওয়ার্ম আপ। তাঁর সেই ওয়ার্ম আপ দেখে দর্শকরাও নকল করতে শুরু করেন পাক পেসারকে।
[আরও পড়ুন: ৭৭ বছরে চিরঘুমে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার-কোচ প্রবীর মজুমদার]
হাসান আলি বুঝতে পারেন, গ্যালারিতে বসা দর্শকরা তাঁকে অনুকরণ করছেন। তাঁর মতো করেই দর্শকরা হাত-পা ছুড়তে থাকেন। শেষে হাসান আলি দর্শকদের দিকে তাকিয়ে হাততালি দেন। মজার এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্নে দর্শকদের মন জিতে নেন হাসান আলি। এক দর্শকের কপালে সই করতে দেখা যায় তাঁকে।
বড় রানের ব্যবধানে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট জিতে সমতা ফেরানোই উদ্দেশ্য পাকিস্তানের। প্রথম ইনিংসে অজিদের ইনিংস শেষ হয় ৩১৮ রানে। প্রথম ইনিংসে পাকিস্তান করে ২৬৪। তৃতীয় দিনের শেষে অজিদের রান ৬ উইকেটে ১৮৭।