রাহুল রায়: বিদেশ যাত্রার অনুমতি চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকক যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ঘটনার সূত্রপাত সেপ্টেম্বরের ১০ তারিখ। ওইদিন রাত ন’টার ইন্ডিগোর বিমানে ব্যাংকক যাওয়ার কথা ছিল মেনকা গম্ভীরের। সেই মতো রাত আটটায় তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান। কিন্তু এরপরই বিপত্তি। অভিবাসন দপ্তর থেকে তাঁকে আটকে দেওয়া হয়। জানানো হয়, ইডির নোটিসের জন্য বিদেশে যেতে পারবেন না তিনি। এদিকে মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার কথা অভিবাসন দপ্তরের তরফে ইমেল করে ইডির সদরদপ্তরে জানানো হয়। আর তাঁকে আড়াই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। তারপর ইডির কলকাতার দপ্তরে আধিকারিকরা বিমানবন্দরে এসে তাঁর হাতে নোটিস ধরান। এরপরই হাই কোর্টে মেনকা গম্ভীর ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন।
[আরও পড়ুন: গাড়ির পর বাড়িতেও গুপ্তধনের খোঁজ, হাওড়ায় ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল টাকা]
সেই মামলার রায়ে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, ইডি (ED) ইচ্ছাকৃতভাবে মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটকায়নি। ইচ্ছা করে আদালত অবমাননাও করেনি। এরপর মেনকাকে বিদেশ যেতে হলে আলাদা করে আবেদন জানাতে হবে। মামলার রায় অনুযায়ী তিনি পদক্ষেপ করতে পারবেন। এই পরিস্থিতিতে এবার ফের ব্যাংকক যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন মেনকা গম্ভীর। সূত্রের খবর, মেনকা জানিয়েছেন তাঁর মা গুরুতর অসুস্থ, সেই কারণেই তিনি ব্যাংকক যেতে চাইছেন।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী রুজিরাকেও জেরা করা হয়। কয়লাপাচার মামলাতেই নাম জড়িয়েছে অভিষেকের শ্যালিকা তথা রুজিরার বোন মেনকা গম্ভীরকে।