shono
Advertisement

সমস্বরে আর্জি, ‘ফিরে এসো মেসি’

আধুনিক ফুটবলের রাজপুত্রকে তাই সমস্বরে ফেরানোর আর্জি জানাচ্ছে গোটা বিশ্ব৷ সোমবার সকালে খবরটা কানে আসার পর থেকেই মেসিকে ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন তাঁর ভক্তরা৷ The post সমস্বরে আর্জি, ‘ফিরে এসো মেসি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:14 PM Jun 28, 2016Updated: 05:14 PM Jun 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুদূর আফগানিস্তানের ক্ষুদেটি ফুটবল মানে লিওনেল মেসিকে বোঝে৷ গরিব ঘরের কিশোরটি ১০ নম্বর জার্সি গায়ে রোজ বিকেলে ফুটবল খেলে, একদিন মেসির মতো হবে বলে৷ টিভি-র পর্দায় এলএম টেনকে কাঁদতে দেখলে ভক্তরা তাঁর চোখ মুছিয়ে দেন৷ সেই মেসিকে এত তাড়াতাড়ি কীভাবে বিদায় জানাবেন তাঁরা? ঈশ্বরকে এত সহজে হার মানতে দিতে চান না ভক্তরা৷ শুধু ভক্ত কেন, আর্জেন্টিনার হারে যে ব্রাজিল বা চিলি সমর্থকরা চওড়া হাসি হেসেছিলেন, মেসির অবসরের কথা শুনে তাঁরাও মুষড়ে পড়েছেন৷ তাঁকে ছাড়া যে ফুটবলটাই অচল হয়ে পড়বে!

Advertisement

আধুনিক ফুটবলের রাজপুত্রকে তাই সমস্বরে ফেরানোর আর্জি জানাচ্ছে গোটা বিশ্ব৷ সোমবার সকালে খবরটা কানে আসার পর থেকেই মেসিকে ফেরানোর চেষ্টা শুরু করে দিয়েছেন তাঁর ভক্তরা৷ সোশ্যাল মিডিয়ায় #ComeBackMessi পেজে বার্সা তারকাকে ফিরে আসার অনুরোধ করে চলেছেন তাঁর অগণিত ফলোয়াররা৷ দু’বছর পর যাতে রাশিয়া বিশ্বকাপে তিনি খেলতে রাজি হয়ে যান, তাঁর জন্য চলছে কাকুতি-মিনতি৷ ভক্তরা চান, চোখের জল ফেলে মাথা নিচু করে নয়, ইতিহাস গড়ে মাথা উঁচু করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি৷

শুধু সমর্থকরাই নন, মেসি ম্যাজিককে মাঠে ফেরাতে এবার সরব হলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনাও৷ আর্জেন্টাইন সুপারস্টারকে দেশের জার্সি গায়ে চাপানোর অনুরোধ জানিয়ে মারাদোনা বলেন, “মেসিকে জাতীয় দলে ফিরতেই হবে৷ খেলতে যেতে হবে রাশিয়া বিশ্বকাপে৷ সেখান থেকেই দলকে চ্যাম্পিয়ন করে ফিরুক৷ এটাই দেশবাসীর সঙ্গে আমিও চাইছি৷” আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও জানিয়েছে, তারা কথা বলবে৷ আর্জেন্টিনার প্রাক্তনরা বলছেন প্রয়োজনে কথা বলতে তাঁরাও প্রস্তুত৷ আর্জেন্টিনার প্রেসিটেন্ট এম. ম্যাক্রিরও আবেদন, “সমালোচনায় কান দিও না৷ ফিরে এসো৷”

কিছুদিন আগেও তীব্র সমালোচনা করেছেন৷ দেশের সেরা তারকার বিরু‌দ্ধে ক্ষোভ জানাতে ভোলেননি৷ এমনকী পেলের সঙ্গে কথা প্রসঙ্গে জানিয়ে ছিলেন, দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আদৌ নেই৷ সেই মারাদোনা জানিয়ে দিলেন, অবসর ভেঙে ফের মেসিকে ফিরে আসতে হবে৷ “জানিনা তাঁর সরে যাওয়া নিয়ে কে কী বলছে৷ তবে এটুকু বলতে পারি, যারা তাঁর সমালোচনা করছে তারা একবারও ভেবে দেখছে না মেসির অবর্তমানে জাতীয় দলের হাল কোথায় গিয়ে দাঁড়াবে৷ খাদের কিনারা থেকে টেনে তোলার মতো যদি কেউ থাকে তাহলে মেসি ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই৷” স্পষ্ট জানিয়ে দিয়েছেন মারাদোনা৷

The post সমস্বরে আর্জি, ‘ফিরে এসো মেসি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement