সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্জেন্টিনার (Argentina) হয়ে অভিষেকেই লাল কার্ড দেখেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। বার্সেলোনার (Barcelona) দীর্ঘ কেরিয়ারে কখনওই লাল কার্ড দেখতে হয়নি তাঁকে। রবিবার সুপার কাপ (Super Cup) ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে অবশ্য সেই বিরল ঘটনারই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। মেজাজ হারিয়ে লাল কার্ড দেখলেন লিও মেসি।
বার্সেলোনা ৩-২ গোলে হারল। ম্যাচের অতিরিক্ত সময়ে মেজাজ হারিয়ে বিপক্ষ খেলোয়াড়ের উপর চড়াও হলেন লিওনেল মেসি। আর সেই অপরাধের জন্যই বার্সার হয়ে ৭৫৪ তম ম্যাচে প্রথম বার লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা। যা দেখার পর অবাক গোটা ফুটবল দুনিয়াই।
[আরও পড়ুন: লায়নকে মিড উইকেটের উপর দিয়ে ছয়, সুন্দরের ‘নো-লুক সিক্সে’ মজে নেটিজেনরা]
এদিন অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে সুপার কাপের ফাইনাল খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচে দু’দলই সমানে সমানে টক্কর দিতে থাকে। নির্ধারিত সময়েও খেলার ফল ছিল ২-২। তবে অতিরিক্ত সময়ে গোলে করে এগিয়ে যায় বিলবাও। এরপরই মেজাজ হারান মেসি। বার্সার আক্রমণের সময় মেসিকে বাধা দিয়েছিলেন বিলবাওয়ের এসিয়ের ভিলালিব্রে। তখনই তাঁকে মাথার পিছনে চড় মেরে ফেলে দেন মেসি। রেফারি প্রথমে বিষয়টি লক্ষ্য না করলেও পরবর্তীতে VAR প্রযুক্তির সাহায্য নিয়ে গোটা ঘটনাটি দেখেন। এরপর সরাসরি মেসিকে লাল কার্ড দেখান রেফারি। ক্লাব কেরিয়ারে প্রথমবারের জন্য লাল কার্ড দেখলেন তিনি।
ইতিমধ্যে মেসির ওই রেড কার্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই প্রিয় ফুটবল তারকার এই আচরণ দেখে অবাক হয়েছেন। উলটোদিকে, সমালোচকরাও কটাক্ষ করতে ছাড়েননি আর্জেন্টাইন মহাতারকাকে।