shono
Advertisement
Bagda

তিন-চারবার গর্ভপাত, বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টায় মৃত্যু স্ত্রীর, কাঠগড়ায় বাগদার গোঁসাই

অভিযুক্ত স্বামী মাঝেমধ্যেই স্ত্রীর উপর অত্যাচার করত বলে অভিযোগ।
Published By: Paramita PaulPosted: 11:49 AM Nov 17, 2024Updated: 01:46 PM Nov 17, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে সন্তান প্রসব করানোর সিদ্ধান্ত নেন স্বামী। বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হল বসিরহাটের বধূর। বাগদা থানার অন্তর্গত মালিপোতা এলাকার ঘটনা।

Advertisement

পরিবার সূত্রে খবর, বছর দশেক আগে ননী দেবনাথের সাথে বিয়ে হয়েছিল বসিরহাটের সুমনার ৷ তবে সুমনার স্বামী ননী গোঁসাই বেশে থাকেন। তাঁদের আট বছরের মেয়ে আছে। স্থানীয়রা জানিয়েছে, অভিযুক্ত ননী ধার্মিক হলেও মাঝেমধ্যেই নানা কারণে স্ত্রীর উপর অত্যাচার করত। আগেও ৩-৪ বার স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাত করিয়েছিল ননী।

শুক্রবার রাতে সুমনার প্রসব যন্ত্রণা ওঠে। হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতেই প্রসব করান স্বামী। অবস্থার অবনতি হওয়ায় বাগদা হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতিকে। সেখানে অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় বনগাঁ হাসপাতালে। একটি কন্যা সন্তানের জন্ম দিলেও গৃহবধূকে বাঁচানো যায়নি। সদ্যে়াজাত বর্তমানে এসএনসিউ ইউনিটে ভর্তি রয়েছে।

স্থানীয়রা জানিয়েছে খবর, বাড়িতেই শিশুকন্যার জন্ম দিয়েছিলেন মহিলা। রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় হাসপাতালে। দিদির মৃত্যুর খবর পেয়ে এদিন বসিরহাট থেকে ছুটে আসে সুমনার একমাত্র ভাই। স্থানীয়রা আইনত ব্যবস্থা নিচ্ছেন। যদিও মিতার পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি |

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে সন্তান প্রসব করানোর সিদ্ধান্ত নেন স্বামী।
  • বাড়িতে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হল বসিরহাটের বধূর।
  • বাগদা থানার অন্তর্গত মালিপোতা এলাকার ঘটনা।
Advertisement