shono
Advertisement

তাপমাত্রা কমলেও দীর্ঘস্থায়ী হবে না শীত, বৃহস্পতিবার থেকেই বাড়বে গরম!

বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি।
Posted: 08:55 AM Feb 15, 2023Updated: 08:55 AM Feb 15, 2023

নিরুফা খাতুন: বুধবারও সকালে অনুভূত হয়েছে শীত। তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। তা সত্ত্বেও এবার শীতপ্রেমীদের মনখারাপের পালা। কারণ, খাতায় কলমে বিদায় নিতে চলেছে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল থেকেই বাড়বে রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ উধাও হবে। তবে সকাল ও সন্ধেয় জেলায় জেলায় হালকা শীতের আমেজ থাকবে আরও কয়েকদিন।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শনিবার থেকে ঝোড়ো গতিতে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। শনিবারের পর থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে। পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি কম তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২২ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

[আরও পড়ুন: DA না পেলে পঞ্চায়েত নির্বাচনের কাজ নয়, হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের একাংশের]

জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে কাশ্মীর, গিলগিট-বালিস্তান, লাদাখ ও মুজাফফরাবাদ এলাকায়। হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা মধ্যে উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে। পূর্ব ভারতে আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি থাকবে। বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে। পরবর্তী চার দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। মধ্য ভারতে ও পশ্চিম ভারতে তাপমাত্রা একই থাকবে আগামী কয়েকদিন। আগামী চারদিনে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পরে বলে অনুমান আবহাওয়াবিদদের। একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে দেশে।

[আরও পড়ুন: SSC Scam: ‘বিদ্যাসাগর এগিয়েছিলেন, পার্থ শিক্ষাকে পিছিয়েছেন ১০০ বছর’, আদালতে মন্তব্য ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement