স্টাফ রিপোর্টার: বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা৷ আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ এমনটাই আভাস দিলেন আবহাওয়াবিদরা৷ গত রবিবার, দোলের রাত থেকেই হালকা ঠান্ডার আমেজ মিলেছে৷ রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি নিচে রয়েছে৷ এখনও সেভাবে লাগামছাড়া হয়নি রোদের তাপ৷ তবে ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়বে৷ অবশ্য তা মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনা কমই রয়েছে৷ কারণ নতুন ভাবে হাওয়া বদলের হাত ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে৷ যা তৈরি করবে বজ্রগর্ভ মেঘ৷ ওই মেঘ থেকেই হবে বৃষ্টি৷
[বেসরকারি স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে নিয়ন্ত্রক কমিশন মুখ্যমন্ত্রীর]
গত কয়েকদিনের গরমের হাত থেকে বৃষ্টি স্বস্তি দিলেও তা আখেরে সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছে হাওয়া অফিস৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই রাঢ়বঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও লাগোয়া ওড়িশায় মাটি গরম হতে থাকে৷ মার্চের মাঝামাঝি সময়ে পাথুরে মাটি আরও তপ্ত হয়ে ওঠে৷ ফলে সেখানকার বাতাস গরম হয়ে উপরে উঠে যায়৷ সেই শূন্যস্থান পূরণ করতে বঙ্গোপসাগর থেকে ছুটে আসে জলীয় বাষ্পে পরিপূর্ণ হাওয়া৷ ওই হাওয়া উল্লম্ব মেঘ তৈরি করে৷ যা বায়ুমণ্ডলের উপরের উঠে ঠান্ডা বাতাসের ছোঁয়া পেলে বজ্রগর্ভ মেঘপুঞ্জের সৃষ্টি হয়৷ তার থেকেই কালবৈশাখী জন্ম নেয়৷ কিন্তু প্রাক-গ্রীষ্মের এই স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে বৃষ্টির ফলে তৈরি হওয়া শীতল পরিবেশ৷
[বাবার সামনেই চলন্ত গাড়িতে দুই নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৫]
এদিকে আবহাওয়ার এই পরিবর্তনে ঘরে ঘরে দেখা দিয়েছে বিভিন্ন ধরনের অসুখ৷ ঘরে ঘরে সর্দি-কাশি-গলাব্যথা-জ্বরে নাজেহাল আট থেকে আশি৷ ভাইরাল জ্বরের পাশাপাশি দেখা যাচ্ছে ‘চেস্ট ইনফেকশন’ও৷ তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷
[নওয়াজ শরিফকে গায়ত্রী মন্ত্র শোনালেন এই হিন্দু কন্যা]
The post আগামী ২৪ ঘণ্টায় ফের বৃষ্টির আশঙ্কা রাজ্যে appeared first on Sangbad Pratidin.