shono
Advertisement

ঠান্ডা হাওয়ার হাত ধরে শীতের আমেজ বঙ্গে, থাকছে বৃষ্টির ভ্রুকুটিও

শীতবিলাসীদের জন্য সুখবর৷ The post ঠান্ডা হাওয়ার হাত ধরে শীতের আমেজ বঙ্গে, থাকছে বৃষ্টির ভ্রুকুটিও appeared first on Sangbad Pratidin.
Posted: 07:57 PM Oct 25, 2018Updated: 07:57 PM Oct 25, 2018

রিংকি দাস ভট্টাচার্য: হেমন্তে শীত এবং গরমের লুকোচুরি৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর ও উত্তর-পশ্চিম থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ আর তার জেরেই শহর ও শহরতলিতে শীতের আমেজ৷ আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ উৎসবের মরশুমে হালকা শীতের আমেজ চেটেপুটে উপভোগ করছেন রাজ্যবাসী৷

Advertisement

[দেবীপক্ষের হাত ধরেই রাজ্যে শীতের পদধ্বনি, নামছে তাপমাত্রার পারদ]

বর্ষা বিদায় নিয়েছে আগেই৷ জলীয় বাষ্পের ভাণ্ডার ফুরিয়েছে বাতাসে। বাকি ছড়িয়ে থাকা জলীয় বাষ্পও ‘তিতলি’ নিয়ে পাড়ি দিয়েছিল ওপার বাংলায়। এরপর শরৎ আকাশে রোদের ঝিলিক উপভোগ করেন আপামর রাজ্যবাসী৷ ঝলমলে রোদ এবং গরমকে সঙ্গী করেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়িয়েছিলেন উৎসব প্রিয়রা৷ হেমন্তে এবার ঠান্ডা হাওয়ার শিরশিরানি৷ শুষ্ক হাওয়ার জায়গা নিতে চলে এসেছে ঠান্ডা হাওয়া৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে৷ তার জেরে রাতের দিকে কমছে তাপমাত্রা৷ বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি৷ যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি কম৷ শহরের ছবিটা যখন ঠিক এইরকম৷ ঠিক সেইরকম অবস্থা পশ্চিমাঞ্চলের জেলাগুলির৷ তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে৷ আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ এমন নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ শীতবিলাসীদের কাছে এর থেকে বেশি সুখবর আর কী-ই বা হতে পারে?

[অভিনব আন্দোলন, শহরে শুধুমাত্র অফিস টাইমেই চলবে বেসরকারি বাস]

তবে মাসের শেষে দুঃসংবাদও পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী৷ আবারও ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ এবং ৩০ অক্টোবর নাগাদ নতুন করে ওড়িশা উপকূলে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত৷ তার জেরে বৃষ্টিতে ভিজতে পারে উপকূলবর্তী লাগোয়া দক্ষিণের জেলাগুলি৷ সেই সময় আকাশ মেঘলা থাকার ফলে তাপমাত্রার পারদ চড়তে পারে বলেই আশঙ্কা আবহবিদদের৷

The post ঠান্ডা হাওয়ার হাত ধরে শীতের আমেজ বঙ্গে, থাকছে বৃষ্টির ভ্রুকুটিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement