shono
Advertisement

Breaking News

ঝলমলে রোদ নাকি বৃষ্টিতে ভিজবে বাংলা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। The post ঝলমলে রোদ নাকি বৃষ্টিতে ভিজবে বাংলা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস appeared first on Sangbad Pratidin.
Posted: 09:17 AM Sep 12, 2020Updated: 11:04 AM Sep 12, 2020

নব্যেন্দু হাজরা: পুজো প্রায় দোরগোড়ায়। তবু করোনা আবহে চলতি বছর যেন পুজো পুজো আমেজ ঠিক উপভোগ করছে না বাঙালি। তবে আকাশ জানান দিচ্ছে সেকথা। কারণ শরৎকালের ঝলমলে রোদ ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। আকাশজুড়ে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা পেঁজা মেঘও। তবে আকাশের এই রূপ কতদিন উপভোগ করতে পারবেন আমজনতা, তা নিয়ে সংশয় থেকেই গিয়েছে। কারণ, আগামী তিন-চারদিন উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনার কথাই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা উত্তরে সরছে। এছাড়াও রবিবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। তার প্রভাবে আগামী তিন-চারদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। নিম্নচাপের প্রভাবে ওড়িশাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

[আরও পড়ুন: পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই JEE মেন পরীক্ষার ফলপ্রকাশ, রাজ্যে প্রথম ঢাকুরিয়ার শ্রীমন্তী]

দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিনও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করে দুর্গাপুজো নিয়ে ভুয়ো পোস্ট, ধৃত রাজ্যের বিজেপি নেতা]

The post ঝলমলে রোদ নাকি বৃষ্টিতে ভিজবে বাংলা? জেনে নিন কী বলছে হাওয়া অফিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার