shono
Advertisement

জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আগামী শনিবার ও রবিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে৷ The post জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 05:34 PM Aug 22, 2018Updated: 06:04 PM Aug 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ পূর্ব বিহার ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ও উত্তরে ভারী ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে বলে খবর৷ আগামী শনিবার ও রবিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে৷

Advertisement

[স্বল্পমূল্যে প্যাকেটজাত দুধ বিক্রির উদ্যোগ রাজ্যের, বাড়ল সুন্দরিনী প্রকল্পের গুরুত্ব]

হাওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়া ও ক্যানিংয়ের উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখার৷ মৌসুমি বায়ুর সক্রিয় থাকায় জোড়া ঘূর্ণাবর্তের বৃষ্টি প্রবল আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা৷ ফলে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণের জেলা মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী ও অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে উত্তরবঙ্গতে পাঁচ জেলায়৷ ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরের মালদহ ও দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ পাহাড়ি জেলা৷

[কান্নাই বাঁচাল নাবালিকার সম্ভ্রম, বেঙ্গালুরু থেকে উদ্ধার কলকাতার কিশোরী]

ভয়াবহ বন্যায় ভাসছে কেরল৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত পড়শি রাজ্য ওড়িশায়ও৷ মালকানগিরি অঞ্চলে প্রবল বৃষ্টি চলছে৷ বানভাসি প্রায় লক্ষাধিক মানুষ৷ সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে এ রাজ্যেও৷ অন্তত তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ বস্তুত, সোমবার থেকেই কলকাতায় আকাশের মুখভার৷ শহরের বিভিন্ন প্রান্তে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে বেশ কয়েকবার৷

[ঘরে ফেরার আনন্দে হাওড়ায় এসে কেঁদে ফেললেন ওঁরা]

কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপরেখা তৈরি হয়েছে৷ তার জেরেই তুমুল বৃষ্টি নেমেছে ওড়িশায়৷ আর স্বাভাবিক নিয়মেই পড়শি রাজ্যের নিম্নচাপের প্রভাব পড়েছে এ রাজ্যেও৷ সোম ও মঙ্গলবার ওড়িশা লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন ভারী বৃষ্টি হতে পারে, তেমনি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও৷

The post জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement