shono
Advertisement

Breaking News

গরম থেকে রেহাই দিতে চলতি সপ্তাহেই দেখা মিলতে পারে বৃষ্টির

খুশির খবর শোনালো আবহাওয়া দফতর। The post গরম থেকে রেহাই দিতে চলতি সপ্তাহেই দেখা মিলতে পারে বৃষ্টির appeared first on Sangbad Pratidin.
Posted: 10:29 AM Apr 10, 2017Updated: 06:26 PM Nov 30, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যাপসা গরমে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ৷ একদিকে চাঁদিফাটা রোদ, অন্যদিকে আর্দ্রতার দাপট বেড়ে যাওয়ায় এক ধাক্কায় অস্বস্তিসূচক ঊধর্বমুখী হওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গবাসী৷ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে বলে সোমবার দুপুরে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷

Advertisement

[কালো টাকা নিয়ে মোদিকে খোঁচা চিদম্বরমের, জবাব বেঙ্কাইয়ার]

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার গোটা দিন পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হবে না৷ বাইরে থেকে গরম হাওয়া এ রাজ্যে ঢুকছে৷ আর তাতেই বাড়ছে অস্বস্তিসূচক৷ বেড়েছে আর্দ্রতার পরিমাণও৷ তবে বিকেলের দিকে আকাশে কিছুটা মেঘের সঞ্চার হতে পারে৷ আর আশার কথাও শুনিয়েছেন তাঁরা। জানিয়েছেন, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ গত শুক্রবার উত্তরপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টির সুবাদে রাতের দিকে ছিটেফোঁটা বৃষ্টির মুখ দেখেছেন মহানগরবাসী৷ কিন্তু তারপর থেকেই আকাশে তেমন মেঘের সঞ্চার হয়নি৷

[‘মোদির নেতৃত্বেই নজিরবিহীন উন্নয়নের পথে চলেছে ভারত’]

এদিকে এমন আবহাওয়ায় রোগের প্রাদুর্ভাব বাড়ে বলে জানাচ্ছেন চিকিৎসকরা৷ তাঁদের কথায়, সারারাত ফুল স্পিডে পাখা বা এসি চালানোর পর ভোরের দিকে কিছুটা ঠান্ডা লাগছে৷ আর সেই ঠান্ডা-গরম থেকেই ঘরে ঘরে সর্দি-কাশি, জ্বর দেখা দিচ্ছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এমন অবস্থা হলে দ্রুতই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত৷ বয়স্ক মানুষকে সকালের দিকে যতটা কম সম্ভব রোদে ঘুরতেও বারণ করছেন তাঁরা৷ তবে যারা বেরোচ্ছেন, তাঁদের মাথায় টুপি বা ছাতা এবং সানগ্লাস পরার পরামর্শ দেওয়া হচ্ছে৷ তেষ্টা পেলেই ডাব খেতেও বলছেন চিকিৎসকরা৷

[খোশমেজাজে নাচছেন ‘ক্যাপ্টেন কুল’, ভাইরাল ভিডিও]

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া চলবে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে৷ এর জেরেই ভ্যাপসা গরম৷ হাঁসফাঁস করা অস্বস্তি৷ ১ বৈশাখ তো আসতে দেরি নেই৷ তবুও কালবৈশাখীর দেখা নেই৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা হয়ে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে৷ এর জেরে মেঘ তৈরি হচ্ছে৷ কিন্তু অক্ষরেখা দুর্বল হওয়ায় তা দানা বাঁধছে না৷ ফলে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই৷ উল্টে গরম লাগছে বেশি৷ আকাশে মেঘ থাকায় রাতের উত্তপ্ত ভুপৃষ্ঠ থেকে তাপ বিকিরণ হচ্ছে না৷ তার ফলে রাতে চ্যাটচেটে গরম লাগছে৷

[মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার প্রাণ বাঁচিয়েছিলেন এই ভারতীয় মেজর]

The post গরম থেকে রেহাই দিতে চলতি সপ্তাহেই দেখা মিলতে পারে বৃষ্টির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement