shono
Advertisement

বুধবার থেকে বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা, জেনে নিন ক’টায় ছাড়বে শেষ ট্রেন

আগের তুলনায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যাও।
Posted: 02:24 PM Feb 01, 2022Updated: 03:20 PM Feb 01, 2022

নব্যেন্দু হাজরা: মেট্রো রেলের নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে বাড়ছে শেষ মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ছে। আগের তুলনায় বাড়তে চলেছে মেট্রোর সংখ্যাও।

Advertisement

মঙ্গলবার কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Railways) কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে সাতদিন অন্তিম স্টেশন থেকে আরও ৩০ মিনিট পর ছাড়বে মেট্রো। অর্থাৎ দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো রাত ৯টার বদলে মিলবে রাত সাড়ে ৯টায়। পাশাপাশি এও জানানো হয়েছে, এখন থেকে সপ্তাহের কর্মব্যস্ত দিনে অর্থাৎ সোম থেকে শুক্রবার ২৭০টির বদলে চলবে ২৭৬টি। ১৩৮টি ও ডাউন ট্রেন পরিষেবা চালু থাকবে। আর শনিবার ২২৪টির পরিবর্তে ২৩০টি মেট্রো চলবে। রবিবার আবার ১১৪টির বদলে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১২০টি মেট্রো। এবার একনজরে দেখে নেওয়া যাক মেট্রো (Kolkata Metro) পরিষেবা শুরু ও শেষের সময়।

[আরও পড়ুন: করোনার ধাক্কা সামলাতে রাজ্যগুলিকে ১ লক্ষ কোটি টাকা ঋণ! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর]

সোমবার থেকে শনিবার আগের মতোই দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়। একইরকম ভাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্যও প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে। সোম থেকে শনিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য শেষ মেট্রোর সময়সীমা রাত ৮টা ৪৮মিনিটের পরিবর্তে মিলবে রাত ৯টা ১৮মিনিটে। দমদম থেকে কবি সুভাষ এবং উলটোদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের জন্য শেষ মেট্রো মিলবে রাত ৯টার বদলে সাড়ে ৯টায়।

রবিবার দমদম, কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়ার সময় আগের মতোই সকাল ১০টা। তবে সপ্তাহান্তেও বাড়ছে শেষ মেট্রোর সময়সীমা। রাত ৮টা ৪৮ মিনিটের পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ১৮ মিনিটে। অন্যদিকে দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর থেকে রাত ৯টার বদলে সাড়ে ৯টায় ছাড়বে শেষ মেট্রো। তিলোত্তমায় করোনা (Coronavirus) পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় নতুন করে শুরু হয়েছে টোকেন পরিষেবা। অর্থাৎ স্মার্টকার্ড না থাকলেও এখন মেট্রো যাত্রা করা যাবে। তবে সমস্ত কোভিডবিধি মেনেই মেট্রো যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: আরও বেশি সংখ্যক পোস্ট অফিসে মিলবে সমস্ত ব্যাংকিং পরিষেবা, ঘোষণা অর্থমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement