shono
Advertisement

ব্যস্ত সময়ে দমদম স্টেশনে মেট্রো বিভ্রাট, দরজা খুলেই ছুটল এসি রেক

খোলা দরজা পাহারা দিল আরপিএফ৷ The post ব্যস্ত সময়ে দমদম স্টেশনে মেট্রো বিভ্রাট, দরজা খুলেই ছুটল এসি রেক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:51 AM Aug 21, 2019Updated: 11:52 AM Aug 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে ফের মেট্রোয় বিভ্রাট৷ এসি রেকের একটি দরজা খোলা রেখে, আরপিএফের নিরাপত্তায় যাত্রীদের নিয়ে ছুটল ট্রেন৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তেজনা ছড়াল ১০টা ৩৬ মিনিটের দমদম থেকে কবি সুভাষগামী একটি মেট্রোয়৷ ঘটনায় যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করেছেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷ তবে ব্যস্ততা এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই আরপিএফের তত্ত্বাবধানে মেট্রোটি ছাড়া হয়েছে বলে সাফাই দিয়েছেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: চলন্ত বাসে যৌনাঙ্গ দেখিয়ে মহিলার শ্লীলতাহানি! চাঞ্চল্য কলকাতায় ]

জানা গিয়েছে, ১০টা ৩৬ মিনিটের মেট্রোটি দমদম কারশেড থেকে স্টেশনে ঢোকার পরেই তাতে হুড়মুড়িয়ে উঠে পড়েন যাত্রীরা৷ কিন্তু গেট বন্ধের সময় ধরা পড়ে যাত্রিক ত্রুটি৷ দেখা যায়, পাঁচ নম্বর রেকের একটি দরজা বন্ধ করা যাচ্ছে না৷ মেট্রোর কর্মী ও টেকশিয়ানদের অনেক চেষ্টাতেও, সেই ত্রুটি ঠিক হয় না৷ এরপরই ওই রেকের মধ্যে আরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়৷ এবং তাঁদের নিরাপত্তায় রেকটি ছাড়ে মেট্রো কর্তৃপক্ষ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয় যাত্রীদের একাংশের মধ্যে৷ দিন দিন মেট্রো যাতায়াত যেভাবে দুর্বিসহ হয়ে উঠছে, তার বিরুদ্ধে সুর চড়ায় সাধারণ মানুষ৷ যদিও বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘ওই ট্রেনটি না ছাড়লে, তার পিছনে পরপর ট্রেন দাঁড়িয়ে যেত৷ এছাড়া অফিস টাইমে যাত্রীদের ভিড়ও প্রচুর ছিল৷ তাই আরপিএফের নিরাপত্তায় ট্রেনটিকে ছাড়া হয়৷’’

[ আরও পড়ুন: জাগুয়ার কাণ্ডের তদন্তে অত্যাধুনিক প্রযুক্তি, ‘থ্রি-ডি মডেলিং’ ব্যবস্থায় ঘটনার পুর্নগঠন পুলিশের ]

কিন্তু বুধবারের এই ঘটনা আরও একবার মেট্রোর যথাযথ পরিচর্যা নিয়ে প্রশ্ন তুলে দিল৷ এর আগে মেট্রোর নয়া রেকের দরজায় হাত আটকে মৃত্যু হয়েছে এক ব্যক্তি৷ আর এবার দরজা খোলা রেখেই ছুটল এসি রেক৷ সেক্ষেত্রে কারশেডে মেট্রোর রেকগুলিকে সঠিক ভাবে দেখভাল করা হয় কিনা, সেই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পাশাপাশি, এই ট্রেনটিকে কারশেড থেকে স্টেশনে আনার আগে আদৌ এর অবস্থা খতিয়ে দেখা হয়েছিল কিনা, সেই প্রশ্নও উঠেছে৷

The post ব্যস্ত সময়ে দমদম স্টেশনে মেট্রো বিভ্রাট, দরজা খুলেই ছুটল এসি রেক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement