shono
Advertisement

ফের মেট্রোয় বিপত্তি, টানেলে আটকে গেল দমদমগামী রেক

যান্ত্রিক ত্রুটির জেরে ভোগান্তির শিকার যাত্রীরা৷ The post ফের মেট্রোয় বিপত্তি, টানেলে আটকে গেল দমদমগামী রেক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 PM Feb 13, 2019Updated: 02:07 PM Feb 13, 2019

নব্যেন্দু হাজরা: ফের মেট্রোয় বিপত্তি৷ টানেলেই আটকে গেল বেলগাছিয়া থেকে দমদমগামী মেট্রোর রেক৷ বুধবার দুপুর ১.০৫ নাগাদ এই ঘটনাটি ঘটে৷ যার জেরে আপাতত দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে৷ ভোগান্তির শিকার যাত্রীরা৷

Advertisement

[সনিকা মৃত্যু মামলায় ধাক্কা বিক্রমের, তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ হাই কোর্টের]

বুধবার দুপুরে বেলগাছিয়া থেকে দমদম যাচ্ছিল একটি মেট্রো৷ আচমকাই মেট্রোটি অন্ধকার টানেলের মধ্যে থেমে যায়৷ প্রচণ্ড শব্দ করে মেট্রো থেমে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন তাঁরা৷ ইঞ্জিনিয়ারদের দাবি, যান্ত্রিক ত্রুটির জেরেই আচমকা বেলগাছিয়া থেকে দমদমগামী ওই মেট্রোর রেক টানেলে থেমে যায়৷ আপাতত থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ আর তার জেরে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে৷ একাধিক স্কুলে ছুটি হয় বারোটা নাগাদ৷ সেই সময় মেট্রো চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা৷

[নেটদুনিয়ার নতুন নায়ক, বাণিজ্যে স্নাতকোত্তর ‘ডেলিভারি বয়’]

শহরের একপ্রান্ত থেকে অপরপ্রান্তে কম সময়ে কম খরচে যাতায়াতের লাইফলাইন মেট্রো৷ কয়েকদিন ধরেই মেট্রোর বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল৷ যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময় মেট্রো স্টেশনে পৌঁছায় না৷ আবার তার উপর বারবার বিভ্রাটের জেরে পরিষেবা পেতে জেরবার যাত্রীরা৷ ময়দান, টালিগঞ্জ, দমদমের পর গত ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটা নাগাদ নিউ গড়িয়ায় নন এসি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়৷ তার ফলে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পরিষেবা৷ এই ঘটনার পর সপ্তাহখানেক কাটতে না কাটতেই আবারও টানেলে মেট্রো রেক দাঁড়িয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো বিরক্ত যাত্রীরা৷

The post ফের মেট্রোয় বিপত্তি, টানেলে আটকে গেল দমদমগামী রেক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement