shono
Advertisement

পুজোর আগেই বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, দেখে নিন একনজরে

পুজোর সময চলবে অতিরিক্ত মেট্রো। The post পুজোর আগেই বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, দেখে নিন একনজরে appeared first on Sangbad Pratidin.
Posted: 09:17 PM Sep 25, 2019Updated: 09:20 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীদের সুবিধায় নয়া ভাবনাচিন্তা মেট্রোরেল কর্তৃপক্ষের৷ চতুর্থী থেকে কলকাতায় শুরু হয়ে যায় ঠাকুর দেখা। সেকথা মাথায় রেখেই এবার নতুন সময় মেট্রো চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমনকী, ভিড়ে যাতে কোনও দুর্ঘটনা না হয়, সে বিষয়ে অতিরিক্ত নজরদারিও চালানো হবে বলেও খবর৷

Advertisement

আগামিকাল, বৃহস্পতিবার নির্দিষ্ট সময়েই চালু হবে মেট্রো। নিয়ম মেনে সকাল পৌনে সাতটাতেই নোয়াপাড়া ও কবি সুভাষ থেকে প্রথম মেট্রো চলবে। শেষ মেট্রোর সময় রাত ৯টা ৫৫ মিনিট। বৃহস্পতি ও শুক্রবার, অর্থাৎ ২৬ ও ২৭ সেপ্টেম্বর দু’টি স্টেশনের মধ্যে ১১১টি (আপ ও ডাউনে যথাক্রমে ৫৬ ও ৫৫টি) ট্রেন চলবে। শনিবারও প্রথম ও শেষ মেট্রো নির্ধারিত সময়েই চলবে। তবে শনিবার, মহালয়ার দিন ট্রেনের সংখ্যা থাকবে কম। সাকুল্যে ১০৭টি (আপ ও ডাউনে যথাক্রমে ৫৪ ও ৫৩টি) ট্রেন চলবে। রবিবার, ২৯ সেপ্টেম্বর মেট্রো চালু হবে সকাল ৯টায়, শেষ ট্রেন চলবে রাত ৯টা ৫৫ মিনিটেই। এদিন নোয়াপাড়া ও কবি সুভাষ স্টেশনের মধ্যে মোট ৮৭টি (আপ ও ডাউনে যথাক্রমে ৪৪টি ও ৪৩টি) ট্রেন চলবে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অর্থাৎ দ্বিতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত দু’টি স্টেশনের মধ্যে ১১১টি (আপ ও ডাউনে যথাক্রমে ৫৬ ও ৫৫টি) ট্রেন চলবে। তবে দ্বিতীয়া ও তৃতীয়ার দিন মেট্রো পরিষেবা থাকবে সকাল পৌনে সাতটা থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত। আর চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মেট্রো চলবে সকাল আটটা থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত।

[ আরও পড়ুন: ‘একজন হিন্দুও বাদ পড়বে না’, NRC নিয়ে আশ্বাস কৈলাসের ]

প্রতি বছরই সপ্তমী, অষ্টমী, নবমীতে দুপুর ১টা ৪০ থেকে মেট্রো চলাচল শুরু হয়৷ তবে চলতি বছর সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সূত্রের খবর, এবার সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর ১টা থেকে মিলতে পারে মেট্রো পরিষেবা৷ সারারাত ধরে ঠাকুর দেখে বাড়ি ফিরতে যাতে সমস্যা না হয় সে কারণে অন্যান্য বছরের মতো এবারও ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো।

উৎসবমুখর বাঙালির দশমীর পরেই যে পুজো শেষ হয়ে যায় তা নয়৷ একাদশী থেকে হয় অফিস নইলে আত্মীয়দের বাড়িতে আসাযাওয়া লেগেই থাকে৷ সূত্রের খবর, সেকথা মাথায় রেখে পরিষেবা বাড়ানোর ভাবনাচিন্তা রয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের৷ একাদশী থেকে চতুর্দশী পর্যন্ত ২৩৬টি মেট্রো চালানো হবে৷ লক্ষ্মীপুজোয় তুলনামূলক কম মেট্রো চলবে৷ গত বছর ১৭৪টি মেট্রো চলেছে৷ সূত্রের খবর, চলতি বছর সংখ্যা কমে দাঁড়াতে পারে ১৩৬টি৷

[ আরও পড়ুন: অবস্থা ভাল নয়! ভাঙা পড়তে পারে টালা ব্রিজের দুর্বল অংশ ]

The post পুজোর আগেই বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, দেখে নিন একনজরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার