shono
Advertisement

৫০ রানে শেষ নাইটরা, মার্কিন মুলুকে বড় জয় মুম্বই ইন্ডিয়ান্সের

এই হার ভুলে যেতে চাইবেন নাইটরা।
Posted: 07:18 PM Jul 17, 2023Updated: 07:18 PM Jul 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজর লিগ ক্রিকেটে বড় ব্যবধানে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক (MI New York)। ১০৫ রানে তারা হারাল লস এঞ্জেলস নাইট রাইডার্সকে (LA Knight Riders)।

Advertisement

জয়ের জন্য নাইটদের সামনে টার্গেট ছিল ১৫৬। রান তাড়া করতে নেমে নাইট রাইডার্স শেষ হয়ে যায় ৫০ রানে। ১৩.৫ ওভারে শেষ হয়ে যায় নাইট রাইডার্সের ইনিংস।

[আরও পড়ুন: ভুলে যাওয়া কবিতার দলে নাম লেখালেন জকোভিচ?]

 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এমআই নিউ ইয়র্ক। একসময়ে ৭৭ রানে পাঁচ উইকেট চলে যায় তাদের। এই অবস্থায় নিকোলাস পুরান ৩৭ বলে ৩৮ রান করেন। পুরান এমআই নিউ ইয়র্ককে নিয়ে যান একশোয়। কিন্তু টিম ডেভিড শেষ ধাক্কাটি দেন ব্যাট হাতে। ৪টি ছক্কা এবং ৪টি বাউন্ডারি মেরে টিম ডেভিড ২১ বলে ৪৮ রান করেন। তার মধ্যে দুটো ছক্কা এসেছে এমআই নিউ ইয়র্ক ইনিংসের শেষ ওভারে। নাইটদের হয়ে শেষ ওভার করেন আন্দ্রে রাসেল। ডেভিডের জন্য এমআই নিউ ইয়র্ক করে ৮ উইকেটে ১৫৫ রান।

 

রান তাড়া করতে নেমে নাইটদের শুরুটা ভাল হয়নি। তৃতীয় বলে উইকেট যায় নাইটদের। তার পর নাইট ব্যাটসম্যানরা ক্রিজে এসেছেন আর গিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচ বোলার কেনজিগে, বোল্ট, রাবাদা, এহসান আদিল এবং পোলার্ড ২টি করে উইকেট নেন। নাইট ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র উন্মুক্ত চাঁদ সর্বোচ্চ ২৬ রান করেন।

 

[আরও পড়ুন: এশিয়াডে ভারতকে ফুটবল খেলার সুযোগ করে দিন, মোদিকে আরজি কোচ ইগর স্টিমাচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement