shono
Advertisement

ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর বিমান মিগ-২৭

ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর মিগ-২৭ বিমান৷ সোমবার সকালে রাজস্থানের যোধপুরে ভেঙে পড়ে বিমানটি৷ জানা যায়, রুটিন ট্রেনিং মেনেই এ বিমান নিয়ে রওনা দিয়েছিল চালক৷ The post ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর বিমান মিগ-২৭ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Jun 13, 2016Updated: 05:13 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর মিগ-২৭ বিমান৷ সোমবার সকালে রাজস্থানের যোধপুরে ভেঙে পড়ে বিমানটি৷ জানা যায়, রুটিন ট্রেনিং মেনেই এ বিমান নিয়ে রওনা দিয়েছিল চালক৷ হঠাৎই ঘটে দুর্ঘটনা৷ ভেঙে পড়ে বিমানটি৷ এই দুর্ঘটনায় কোনও প্রাণহানি না ঘটলেও, দু’টি বাড়ি ভেঙে গিয়েছে৷ বিমানটি ওই বাড়ির উপরই ভেঙে পড়েছিল৷

Advertisement

দুর্ঘটনার সময় বিমানের চালক কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন৷ কিন্তু এই দুর্ঘটনায় তিন স্থানীয় ব্যক্তি জখম হয়েছেন৷
পিটিআই সূত্রে খবর, এদিন সকালে মিগ-২৭-এর চালক রুটিন ট্রেনিংয়ে ছিলেন৷ বিমান নিয়ে যাত্রা করার কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন৷ বিমান নিয়ে দ্রুত অবতরণ করার চেষ্টা করেন তিনি৷ সেই সময়ই আচমকা ভেঙে পড়ে বিমানটি৷ যোধপুর এয়ারবেসের খুব কাছেই মহাবীর নগরে ঘটে এই ঘটনা৷
এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয়৷ এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে কোনও ব্যক্তিকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷

The post ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর বিমান মিগ-২৭ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement