shono
Advertisement

Breaking News

প্রচারে মিমির হাতে লাগল চোট, মালিশে সারালেন অরূপ

দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থীর হয়ে শিলিগুড়িতে প্রচার সারলেন মিমি চক্রবর্তী৷ The post প্রচারে মিমির হাতে লাগল চোট, মালিশে সারালেন অরূপ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:58 PM Apr 16, 2019Updated: 04:10 PM Apr 22, 2019

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: ভোটপ্রচারে বেরিয়ে হাতে চোট পেলেন টলি অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী৷ মঙ্গলবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের হয়ে নির্বাচনী প্রচারে বেরিয়ে, অনুরাগীদের সঙ্গে করমর্দন করার সময় বাঁ হাতে চোট পেলেন তিনি৷ তড়িঘড়ি জল দিয়ে অভিনেত্রীর হাত মালিশ করতে দেখা গেল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে৷

Advertisement

[ আরও পড়ুন:   তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে মার, গ্রেপ্তার বিজেপি নেতা-সহ তিন  ]

এদিন সকালে দার্জিলিং লোকসভার অন্তর্গত শিলিগুড়ি কর্পোরেশনের একাধিক ওয়ার্ডে প্রচার করেন মিমি চক্রবর্তী৷ তাঁকে দেখতে রাস্তায় ভিড় জমান প্রচুর সংখ্যক সাধারণ মানুষ৷ নায়িকার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় তাঁদের মধ্যে৷ হুডখোলা গাড়ি থেকে অনুরাগীর সঙ্গে হাত মেলান তিনি৷ জানা গিয়েছে, তখনই যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাঁ হাতে হ্যাঁচকা টান লাগে৷ যন্ত্রনায় কাতরাতে থাকেন তিনি৷ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় তৃণমূলের প্রচার৷ অভিনেত্রীর হাতে জল দিয়ে মালিশ করে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ এবং এরপর কিছুটা স্বস্তিবোধ করেন তৃণমূল প্রার্থী৷

[ আরও পড়ুন: নির্বাচনী এজেন্ট বাছাই নিয়ে দলীয় কোন্দল, বর্ধমান-দুর্গাপুরে ক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী ]

জানা গিয়েছে, এদিন বেছে বেছে বাম-কংগ্রেসের অধীনে থাকা ওয়ার্ডগুলিতে প্রচার করে তৃণমূল৷ কংগ্রেসের অধীনে থাকা ২৫ নম্বর ওয়ার্ডের চিলড্রেন পার্ক থেকে শুরু হয় শাসকদলের প্রচারপর্ব৷ এরপর ২৪, ২৩, ২২ নম্বর ওয়ার্ড ঘুরে ২১ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে শেষ হয় শাসকদলের প্রচার৷ মিছিল শুরুর সময় তেমন লোক না থাকলেও ধীরে ধীরে বিভিন্ন ওয়ার্ড থেকে লোক জড়ো হতে থাকে তৃণমূলের ভোটপ্রচারে৷ ফলে একসময় মিছিলে এত মানুষের জমায়েত হয় যে, রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়৷ তাঁর জয়ের পাশাপাশি দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থীর জয়ের বিষয়েও নিশ্চিত বলে জানান মিমি৷ তিনি বলেন, ‘‘আমার কেন্দ্রে তো আমি জিতবই৷ আমার আশা, এখানকার তৃণমূল প্রার্থীও জিতবে৷ অরূপদা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে৷ আমি আশা করি এখানকার মানুষ তৃণমূলকেই ভোট দেবে৷ আমিও সাধারণ মানুষের কাছে সেই আবেদনই করব৷” এদিনের রোড শোয়ে মিমির সঙ্গে ছিলেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাস ও গৌতম দেব৷

অলংকরণ: সুযোগ বন্দ্যোপাধ্যায়

The post প্রচারে মিমির হাতে লাগল চোট, মালিশে সারালেন অরূপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement