সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্য়েই জমে উঠেছে মিমির এবারের পুজো। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেছেন মিমি। তার পরেই দিলেন সুখবর। মিমি শেয়ার করলেন তাঁর প্রথম বলিউড ছবির মুক্তির তারিখ।
মিমি যে বলিউডে পা রাখতে চলেছেন, সে খবর নতুন নয়। এবার সেই ছবির মুক্তির তারিখ শেয়ার করলেন তিনি । ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।
[আরও পড়ুন: সুদীপার বাড়ির উমা সাজেন সোনার গয়নায়, রূপোর অস্ত্র হাতে! ভোগে ইলিশ-মাংস]
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’। যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তারকা সাংসদকে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। আবাসনের ভিতরেই রোজ নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে। পয়লা দিনেই ভাল সাড়া ফেলেছে ‘রক্তবীজ’। এবার ষষ্ঠী থেকেই নিজের আবাসনের পুজোয় পুরোদমে যোগ দিলেন মিমি চক্রবর্তী।