shono
Advertisement

১৫ হাজার টাকা থেকে শুরু হবে রক্ষীদের বেতন

বুধবার নয়াদিল্লিতে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়৷ The post ১৫ হাজার টাকা থেকে শুরু হবে রক্ষীদের বেতন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:53 PM Sep 15, 2016Updated: 10:23 AM Sep 15, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তারক্ষীদের ন্যূনতম মাসিক বেতন হতে চলেছে ১৫ হাজার টাকা৷ এমনকী, তাঁদের ‘দক্ষ কর্মী’ হিসাবেও চিহ্নিত করতে চলেছে সরকার৷

Advertisement

বুধবার নয়াদিল্লিতে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়৷ একইসঙ্গে তাঁর ঘোষণা, সশস্ত্র নিরাপত্তারক্ষী এবং সুপারভাইজারদের সর্বনিম্ন মাসিক বেতন হবে ২৫ হাজার টাকা৷ তাঁদের ‘অতি-দক্ষ কর্মী’-র আওতায় আনছে সরকার৷ ফিকির তরফে আয়োজিত এক সভায় এদিন শ্রমমন্ত্রী জানান, ‘স্কিল-ইন্ডিয়া’, ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘স্টার্ট আপ ইন্ডিয়া’-র মতো কেন্দ্রের একাধিক ‘ফ্ল্যাগশিপ’ কর্মসূচির সংযুক্তিকরণের উদ্যোগ নিচ্ছে সরকার৷ শ্রম-বিধি সংস্কারের উদ্যোগও নেওয়া হচ্ছে৷

দত্তাত্রেয়র দাবি, এই সবের ফলে উপকৃত হবেন বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে নিযুক্ত দেশের প্রায় ৫০ লক্ষ নিরাপত্তারক্ষী এবং তাঁদের ২.৫ লক্ষেরও বেশি পরিবারবর্গ৷

The post ১৫ হাজার টাকা থেকে শুরু হবে রক্ষীদের বেতন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement