shono
Advertisement
Hardik Pandya

'পরিকল্পনা নিয়ে খেলতে নামো', মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে পরামর্শ তারকা বোলারের

পাণ্ডিয়াকে কে পরামর্শ দিলেন?
Posted: 05:06 PM Apr 29, 2024Updated: 05:06 PM Apr 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) গুরুত্বপূর্ণ পরামর্শ মহম্মদ শামির (Mohammed Shami)। সবাই ধরেই নিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হার্দিক পাণ্ডিয়ার জায়গা পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। পাণ্ডিয়া ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন।
সেই কারণে তাঁর বোলিং দক্ষতার উপরেও জোর দেওয়া হচ্ছে। আইপিএলে বোলিং করতেও দেখা যাচ্ছে পাণ্ডিয়াকে। কিন্তু রান দিয়ে ফেলছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। সেই তুলনায় উইকেটও পাচ্ছেন না। পাণ্ডিয়াকে পরামর্শ দিয়ে মহম্মদ শামি বলছেন, একাধিক পরিকল্পনা নিয়ে খেলতে নামতে হবে। 

Advertisement

[আরও পড়ুন: আব্রামের বল সামলাতে হিমশিম রিঙ্কু! স্টার্কের বদলি হোক শাহরুখপুত্র, আর্জি সমর্থকদের]


দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২ ওভার হাত ঘোরান হার্দিক পাণ্ডিয়া। ৪১ রান দেন। ইকোনমি রেট ২০.৫০। শামি এবারের আইপিএলে খেলছেন না। গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। সেই কারণেই মেগা ইভেন্টে নামেননি। সেই শামি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে পরামর্শ দিয়ে বলছেন, ''হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে ৪১ রান দিয়েছে। উইকেট নিয়েছে একটি। অনেক রান দিয়ে ফেলেছে। ২০.৫ ইকোনমি রেট হিসেবে রান দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দারুণ ভাবে ফিরে এসেছিল ম্যাচে। কিন্তু ১০ রানে ম্যাচ হারে।''
এবারের আইপিএলে রানের বন্যা বইছে। বোলারদের কাজ হয়ে যাচ্ছে রীতিমতো কঠিন। শামি বলছেন, ''আইপিএলে অনেক রান উঠছে। বোলারদের জন্য আমার পরামর্শ ২-৩টে পরিকল্পনা মাথায় নিয়ে খেলতে নামতে হবে। প্রথম পরিকল্পনা ঠিকঠাক না খাটলে দ্বিতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেটাও কাজে না লাগলে তৃতীয় পরিকল্পনা প্রয়োগ করতে হবে।''
শামির পরামর্শ হার্দিক পর্যন্ত পৌঁছল কিনা জানা নেই, তবে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে কিন্তু বলে বৈচিত্র্য আনতে হবে।
পাণ্ডিয়াকে নিয়ে প্রাক্তনরা সমালোচনায় মেতে উঠেছেন। ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছেন, পাণ্ডিয়াকে গুরুত্ব দেওয়ার কিছু হয়নি। এখনও পর্যন্ত প্রভাব ফেলার মতো কিছু করতে পারেনি পাণ্ডিয়া। এবার তাঁর বোলিংয়ের সমালোচনা করলেন শামিও। 

[আরও পড়ুন: ভাগ্যিস ছক্কা মারিনি! ম্যাচ জিতিয়ে মাথায় হাত, ঈশ্বরকে ধন্যবাদ বিরাটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya) গুরুত্বপূর্ণ পরামর্শ মহম্মদ শামির (Mohammed Shami)।
  • সবাই ধরেই নিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হার্দিক পাণ্ডিয়ার জায়গা পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।
  • পাণ্ডিয়া ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন।
Advertisement