shono
Advertisement

Breaking News

‘দিলীপের মাথার চিকিৎসা করানো দরকার’, ফের বেনজির আক্রমণ জ্যোতিপ্রিয়র

খাদ্যমন্ত্রীর মন্তব্যে শুরু বিতর্ক। The post ‘দিলীপের মাথার চিকিৎসা করানো দরকার’, ফের বেনজির আক্রমণ জ্যোতিপ্রিয়র appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Aug 10, 2020Updated: 08:54 AM Aug 10, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নজিরবিহীনভাবে আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবরার সভা থেকে বললেন, “দিলীপের মাথার চিকিৎসা দরকার। খাদ্যমন্ত্রীর এই মন্তব্যে শুরু বিতর্ক।

Advertisement

জানা গিয়েছে, রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় একটি সভায় যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে দিলীপ ঘোষ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, “ওকে নিয়ে আর কী বলব? উনি তো মস্তানের মতো আচরণ শুরু করেছেন। দলের লোকেদের উচিত ওনাকে দিল্লিতে নিয়ে গিয়ে মাথার চিকিৎসা করানো।” এরপর আত্মবিশ্বাসী কন্ঠে তৃণমূল নেতা বলেন, “আসন্ন নির্বাচনেই মানুষ বিজেপির সমস্ত অন্যায়ের জবাব দেবে।” রাজ্য বিজেপির সভাপতিকে এহেন আক্রমণ ভাল ভাবে নেননি রাজ্য বিজেপির নেতারা।

[আরও পড়ুন: নয়া শিক্ষানীতির বিরোধিতা রাষ্ট্রপতির দরবারে, রাইসিনায় চিঠি পাঠাচ্ছে ‘সেভ এডুকেশন কমিটি’]

কিন্তু কেন এই আক্রমণ? করোনা নিয়ে আতঙ্কে যখন কাঁটা প্রত্যেকে। সেই সময়ে দাঁড়িয়ে ইকো পার্ক থেকে দিলীপ ঘোষ বলেছিলেন, “ভারতের ঐতিহ্য, গর্ব রাম মন্দির (Ram Mandir)। তাই দেশে হাসপাতালের সংস্কৃতির তুলনায় মন্দিরের সংস্কৃতি অনেক বেশি প্রয়োজনীয়। অযোধ্যার কোনও মানুষ তো রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে একবারও প্রশ্ন করেননি। বরং গত পাঁচ শতাব্দী ধরে রাম মন্দিরের জন্য বহু মানুষ তাঁদের প্রাণ বলি দিয়েছেন।” নাম না করে রাজ্য সরকারকে খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, “যাঁরা রাম মন্দিরের তুলনায় হাসপাতাল বেশি প্রয়োজন বলে দাবি করছেন, তাঁরা সঠিকভাবে মানুষকে চিকিৎসা পরিষেবাই দিতে পারেন না। হাসপাতালে পর্যাপ্ত বেড নেই। তাঁরা মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন। উত্তরপ্রদেশে পর্যাপ্ত হাসপাতাল রয়েছে। করোনা রোগীর তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা যথেষ্ট বেশি। সেখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যাঁরা নিজেদের ধর্মের কথা বুক ফুলিয়ে বলতে ভয় পান, তাঁরাই রাম মন্দিরের বিরোধিতা করছেন। যাঁরা গর্ব অনুভব করছেন, তাঁরা রাম মন্দিরের ভূমিপুজোকে সমর্থন করছেন।” বিজেপি সাংসদের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিকের এই আক্রমণ।

[আরও পড়ুন: রাজ্যে মোট করোনা আক্রান্ত প্রায় ৯৬ হাজার, ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেস]

The post ‘দিলীপের মাথার চিকিৎসা করানো দরকার’, ফের বেনজির আক্রমণ জ্যোতিপ্রিয়র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement