কৃষ্ণকুমার দাস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ক্রমশই জোরালো হচ্ছে। রাজ্যজুড়ে যখন চিকিৎসকদের ইস্তফার হিড়িক পড়ে গিয়েছে, তখন আন্দোলনকারীদের বিষয়টি ‘আবেগ দিয়ে নয় হৃদয় দিয়ে’ বিবেচনা করার আরজি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি।
[আরও পড়ুন: ‘নিঃশর্ত ক্ষমা চান মুখ্যমন্ত্রী’, দাবিতে গণইস্তফা আরজি কর হাসপাতালের ৯৬ চিকিৎসকের]
রাজ্যে জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতিতে বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা। বিনা চিকিৎসায় প্রাণহানির ঘটনাও ঘটছে। কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। বিক্ষোভের মুখে পড়ে চার ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে জুনিয়র ডাক্তারদের হস্টেলে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। এতদিন স্রেফ কর্মবিরতি চলছিল, আর এবার মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে গণইস্তফা দিচ্ছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা।
বৃহস্পতিবারই অচলাবস্থার দায় নিয়ে ইস্তফা দিয়েছেন এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুপার ও অধ্যক্ষ। ইস্তফা দিয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকদের একাংশও। এখনও পর্যন্ত যা খবর, শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের ৮০ জন চিকিৎসক ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মনোরোগ বিভাগের প্রধানও ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও। পরিস্থিতি যে ক্রমশই জটিল হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
শুক্রবার ফেসবুকে পোস্ট দিয়ে জুনিয়র ডাক্তারদের কাছে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার আরজি জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আমি আন্দোলনকারী আমার ছোট ছোট ডাক্তার বন্ধুদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, মানুষের উপর আস্থা রাখো। আমি নিজেই ছাত্র রাজনীতি করে পরে বড় আসীন হয়েও মনে হয়েছে আমাদের সকলের যেন নিজের পেশায় নিযুক্ত থেকেও মানুষের সেবায় আত্ম নিয়োজিত থাকি আমি জানি তোমরা সেই পথে বিশ্বাস করো মানুষের সেবা যাতে হাসপাতালগুলোতে হয় সেদিকটাকে দেখে তোমাদের যে অভিমানের দিক দিয়ে বিষয়গুলি সরকারকে জানাতে চাও তা অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোবে…’।
The post ‘হৃদয় নিয়ে বিষয়টি বিবেচনা করো’, ডাক্তারদের কাছে আরজি পার্থ চট্টোপাধ্যায়ের appeared first on Sangbad Pratidin.