shono
Advertisement

মুখে গামছা বেঁধে হামলাকারীদের পরিণতি হবে কিষেণজির মতো, হুঁশিয়ারি শুভেন্দুর

নাম না করে বিজেপিকে নিশানা৷ The post মুখে গামছা বেঁধে হামলাকারীদের পরিণতি হবে কিষেণজির মতো, হুঁশিয়ারি শুভেন্দুর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Sep 26, 2018Updated: 06:23 PM Sep 26, 2018

শংকরকুমার রায়, রায়গঞ্জ: দু’চার জন মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছে৷ কিষেণজিও মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছিল৷ পরিণতি কী হয়েছে, সকলে জানে৷ ইসলামপুরে জনসভায় নাম না করে বিজেপিকে নিশানা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানিয়েছেন, ইসলামপুর কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করা হবে৷ দোষীরা শাস্তি পাবে৷ বনধ সমর্থকদের পরিবহণমন্ত্রীর হুঁশিয়ারি, ‘যাঁরা বাস জ্বালিয়েছেন, তাঁদের ছবি ছবি তুলে রেখেছি৷ ব্যবস্থা নেওয়া হবে, জেলে পোরা হবে৷’  এদিকে শুভেন্দু অধিকারীর সভার শেষ হতেই ফের উত্তেজনা ছড়ায় ইসলামপুরে৷ আক্রান্ত হন তৃণমূল কংগ্রেস সমর্থকরা৷ গুলিও চলে বলে অভিযোগ৷ শাসকদলের এক সমর্থকের মাথা ফেটেছে৷ 

Advertisement

[ পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে নতুন করে উত্তপ্ত ইসলামপুর, একাধিক বাসে আগুন]

দাঁড়িভিট হাই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ৷ গুলিবিদ্ধ হয়ে দুই ছাত্রের মৃত্যু৷ গ্রামবাসীদের অভিযোগ, পুলিশই গুলি চালিয়েছে৷ ঘটনার প্রতিবাদে বিজেপি ডাকা বনধে রণক্ষেত্রের চেহারা নিল ইসলামপুর৷ ডালখোলা, মল্লিকপুর, মিঠাপুর পথ অবরোধ করেন বনধ সমর্থকরা৷ পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাধে৷ বেশ কয়েকটি সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়৷ উত্তর দিনাজপুরে শাসকদলের পর্যবেক্ষক পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বুধবার ইসলামপুরে জনসভা করে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি৷ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘দাঁড়িভিটকাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ রাজেশ, তাপসকে যারা মেরেছে, তাদের শাস্তি হবে৷ অরাজনৈতিক ইস্যুতে রাজনীতি কাম্য নয়৷ ধ্বংসাত্মক পার্টি বলছে, বন্দুকে নাকি সাইলেন্সর লাগানো ছিল৷ পুলিশ কি বন্দুকে সাইন্সেলর লাগিয়ে গুলি করে?’ তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার৷

বুধবার ইসলামপুরে বেশ কয়েকটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেন বনধ সমর্থকরা৷ পরিবহণমন্ত্রী হুঁশিয়ারি, ‘যাঁরা বাস জ্বালিয়েছেন, তাঁদের ছবি তুলে রেখেছি৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, জেলে পোরা হবে৷’ কিষেণজির প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীর মন্তব্য, ‘দু’চার জন মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছে৷ কিষেণজিও মুখে গামছা লাগিয়ে হামলা চালিয়েছিল৷ পরিণতি কী হয়েছে, সকলে জানে৷’ বুধবার জনসভার পর ইসলামপুর কাণ্ডে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের বাড়িতে যান পরিবহণমন্ত্রী৷ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন তিনি৷ এদিকে জনসভা থেকে ফেরার পথে হামলার মুখে পড়েন তৃণমূল কংগ্রেস সমর্থকরা৷ গুলি চলে বলে অভিযোগ৷ ঘটনায় এক তৃণমূল সমর্থকের মাথা ফেটে গিয়েছে৷

[বনধে শামিল পুত্রশোকে কাতর ইসলামপুর কাণ্ডে নিহত তাপস বর্মনের মা]

The post মুখে গামছা বেঁধে হামলাকারীদের পরিণতি হবে কিষেণজির মতো, হুঁশিয়ারি শুভেন্দুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement