shono
Advertisement
Barcelona

'বুড়ো' লেয়নডস্কির জোড়া গোলে বিধ্বংসী জয়, টানা ২০ ম্যাচে অপরাজিত বার্সেলোনা

৪-১ গোলে জিরোনাকে গুঁড়িয়ে দিল হ্যান্সি ফ্লিকের দল।
Published By: Anwesha AdhikaryPosted: 08:40 AM Mar 31, 2025Updated: 08:40 AM Mar 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত রবার্ট লেয়নডস্কি। দুরন্ত বার্সেলোনা। লা লিগায় রবিবার বার্সা ৪-১ গোলে জিরোনাকে হারিয়ে লিগ টেবলের শীর্ষস্থান ধরে রাখল। জোড়া গোল করলেন রবার্ট লেয়নডস্কি। এই নিয়ে চলতি মরশুমে টানা ২০ ম্যাচ অপরাজিত থাকল বার্সা। তার মধ্যে ১৭টি ম্যাচেই জয় পেয়েছে কাতালানরা।

Advertisement

রবিবার শুরু থেকেই ম্যাচের আধিপত্য বার্সেলোনার দখলে থাকলেও গোল আসছিল না। শেষপর্যন্ত ৪২ মিনিটে জিরোনার লাদিস্লাভ ক্রেইজির আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫৩ মিনিটে ডানজুমার গোলে সমতায় ফেরে জিরোনা। সমতা ফেরার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো ভয়ংকর হয়ে ওঠে বার্সা। পরের আধঘণ্টা ধরে মাঠে ঝড় তোলেন লামিনে ইয়ামালরা। আর সেই আক্রমণের নেতৃত্বে লেয়নডস্কি।

পোলিশ তারকার প্রথম গোলটি আসে ৬১ মিনিটে। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পরে জয় নিশ্চিত করতে আরও বিধ্বংসী হয়ে ওঠেন লেয়নডস্কি। ৭৭ মিনিটে তাঁর পা থেকে আসে দ্বিতীয় গোল। ম্যাচের একেবারে শেষপ্রান্তে এসে ৮৬ মিনিটে বার্সার ফেরান তোরেস আরও একটি গোল করেন। সবমিলিয়ে ৪-১ গোলে জিরোনাকে গুঁড়িয়ে দিল হ্যান্সি ফ্লিকের দল।

এদিনের জয়ের ফলে বার্সা ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সবার উপরে রইল। সমসংখ্যক ম্যাচ খেলে বার্সার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, চলতি মরশুমে টানা ২০ ম্যাচ হারের মুখ দেখেননি পেদ্রিরা। পরিসংখ্যান বলছে, শেষ ২০টি ম্যাচের মধ্যে ১৭টিই জিতেছে বার্সা। রবিবার জিরোনাকে গুঁড়িয়ে দেওয়ার পর জোড়া গোলের নায়ক লেয়নডস্কি বলছেন, "আমার বয়স নিয়ে লোকে বহু কথা বলে। কিন্তু আমি এখনও ২১ বছর বয়সের মতোই পরিশ্রম করি। আরও অনেক মরশুম খেলতে চাই।" লা লিগায় ২৮ ম্যাচে ২৫ গোল এসেছে তাঁর বুট থেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার শুরু থেকেই ম্যাচের আধিপত্য বার্সেলোনার দখলে থাকলেও গোল আসছিল না।
  • পোলিশ তারকার প্রথম গোলটি আসে ৬১ মিনিটে। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পরে জয় নিশ্চিত করতে আরও বিধ্বংসী হয়ে ওঠেন লেয়নডস্কি।
  • এদিনের জয়ের ফলে বার্সা ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সবার উপরে রইল।
Advertisement