shono
Advertisement

Breaking News

নাবালিকাকে যৌন নির্যাতন বৃদ্ধের! প্রতিবাদে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর, উত্তপ্ত মগরাহাট

ঘটনাস্থল পরিদর্শনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Posted: 07:32 PM Oct 11, 2023Updated: 07:32 PM Oct 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। বিধায়কের বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। বুধবার বিকেলে এলাকা পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisement

ঘটনার সূত্রপাত ৩ অক্টোবর। ওইদিন মগরাহাট (Magrahat) থানার মধুসূদনপুর গ্রামের বছর ৭৫-এর এক বৃদ্ধের বিরুদ্ধে সাত বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ৪ তারিখ আদালতে পাঠায়। অভিযুক্তের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

[আরও পড়ুন: পারিবারিক অশান্তির জের? বিডিও অফিসে এসে পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা কর্মীর!]

ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই ৮ অক্টোবর স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হারুন রশিদ সরদারের একটি বাড়িতে থাকা ভাড়াটেদের ১২ টি ঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে গেলে পুলিশের উপরও হামলা করা হয় বলে অভিযোগ। এক পুলিশ কর্মী আহতও হন। পরে মঙ্গলবার স্থানীয় মগরাহাট (পূর্ব) কেন্দ্রের তৃণমূল বিধায়ক নমিতা সাহার বাড়ি ঘেরাও হয়। বুধবার এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশের বিশাল বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘটনাস্থলে যান। সেখানেই বিস্ফোরক দাবি করেন তিনি। তাঁর দাবি, ভাঙচুরের ঘটনার নেপথ্যে। এই দাবি ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির টাকা ব্যবসায় বিনিয়োগ? তথ্যের খোঁজে নদিয়ায় জোর তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার