সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল খাওয়ার অছিলায় ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করল তার এক আত্মীয়! অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাংলাদেশের নাগরিক। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক।
[বান্ধবীকে নিয়ে থাকবে বলে মাকে মারছে ছেলে, অভিযোগ শুনে তাজ্জব পুলিশ]
নির্যাতিতা দ্বাদশ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রিজেন্ট পার্কের বাড়িতে একাই ছিল সে। ওই নাবালিকা জানিয়েছে, সন্ধ্যায় বাড়িতে আসে এক আত্মীয়। জল খেতে চেয়ে ঘরে ঢুকে পড়ে সে। এরপর ওই নাবালিকে তারই আত্মীয় ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর চম্পট দেয় অভিযুক্ত। এদিকে বাড়ি ফিরে মেয়েকে দেখে সন্দেহ হয় নির্যাতিতার মায়ের। জিজ্ঞাসাবাদ করতে মাকে সবকথা খুলে বলে সে। পরিবারের লোকদের দাবি, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে দ্বাদশ শ্রেণি ছাত্রীটিকে হুমকিও দিয়েছে অভিযুক্ত।
রিজেন্ট পার্ক থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের লোকেরা। তবে প্রথমে অভিযুক্তের নাগাল পায়নি পুলিশ। শেষপর্যন্ত স্থানীয় বাসিন্দারা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। নির্যাতিতার বয়ান ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিকে নির্যাতিতার আত্মীয়কে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ব্যক্তি ভিনদেশি। বাংলাদেশের নাগরিক সে। দিন কয়েক আগেই বৈধভাবেই এদেশে এসেছে ওই যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা।
[বিকৃত অঙ্গ নিয়ে জন্ম শিশুর, সদ্যোজাত বদলের অভিযোগে ক্ষুব্ধ পরিবার]
এ শহরে নাবালিকাদের যৌন নিগ্রহের উদ্বেগজনকভাবে বাড়ছে। দিন কয়েক আগে যাদবপুরের একটি কোচিং সেন্টারে যৌন নিগ্রহের শিকার হয় এক ছাত্রী। খোদ শিক্ষকই এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল যাদবপুর থানার পুলিশ। এক্ষেত্রে পকসো আইনে মামলা দায়ের করেন তদন্তকারীরা।
[লং মার্চের ধাঁচে দিল্লি অভিযানের প্রস্তুতি বামেদের]
The post জল খাওয়ার অছিলায় বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার আত্মীয় appeared first on Sangbad Pratidin.