shono
Advertisement

বন্ধু তথা সহকর্মীকে নিয়ে কুমন্তব্যে চটলেন মীর, কড়া ভাষায় দিলেন জবাব

কী লিখলেন তারকা?
Posted: 02:19 PM Oct 29, 2023Updated: 04:50 PM Oct 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে হাসিখুশি থাকেন। মজার মজার পোস্ট করতে থাকেন। আবার ‘গপ্পো মীরের ঠেক’-এর মাধ্যমে নানা গল্প শোনাতে থাকেন। কিন্তু কুমন্তব্য বরদাস্ত করতে পারেন না মীর আফসার আলি (Mir Afsar Ali)। সোশাল মিডিয়ায় কড়া জবাব দিতে দ্বিধা বোধ করেন না তারকা।

Advertisement

দিন দুয়েক আগে আরজে গোধূলির সঙ্গে একটি ছবি পোস্ট করেন মীর। ক্যাপশনে লেখেন, “ঠেকের কাজ আবার শুরু হল…।” এতেই কমেন্ট আসতে থাকে। যার মধ্যে একজন গোধূলিকে কটাক্ষ করে লেখেন, “মঞ্জুলিকা নাকি?” জবাব দিতে দেরি করেননি মীর।

নেটিজেনকে ট্যাগ করে তারকা লেখেন, “হ্যাঁ। অবিকল তোর মায়ের মতো! ছ্যাবলামোতে তুই যে স্কুল থেকে ডিগ্রি পেয়েছিস, আমি বহুকাল ধরে সেই একই স্কুলের হেডমাস্টার রে…।” এর পরে আবার ওই নেটিজেনের সম্ভাব্য উত্তরও লিখে দেন মীর। নিজের প্রত্যেকটি শব্দে ক্ষোভ উগরে দেন তারকা।

[আরও পড়ুন: কীভাবে মৃত্যু ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির? অভিনেতার শেষ পোস্ট ঘিরে শোরগোল]

উল্লেখ্য, এর আগে যখন স্বস্তিকা মুখোপাধ্যায়কে বয়স নিয়ে খোঁচা দেওয়া হয়েছিল। তখনও মেজাজ হারান মীর। “মুখে বয়সের ছাপ চলে এসেছে”, এমনটাই লিখেছিলেন একজন। নিন্দুককে পালটা প্রশ্ন করে স্বস্তিকা লেখেন, “না হলে কী হবে?” দু’জনের এই কথোপকথনের মাঝেই আবার তীব্র প্রতিক্রিয়া দেন মীর। নিন্দুককে কটাক্ষ করে লিখে বসেন ছাপার অযোগ্য ভাষা।

 

এমনিতে মজা নিয়েই থাকতে ভালবাসেন মীর। গল্প, আড্ডা যেমন তাঁর হবি, তেমনই পেশা। রেডিও ছাড়লেও গল্প পড়া ছাড়েননি শিল্পী। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় ‘গপ্পো মীরের ঠেক’। যাতে প্রতিবার কোনও গল্প বেছে নেওয়া হয়। তা পাঠ করে শোনান মীর এবং অন্যান্য শিল্পীরা।

[আরও পড়ুন: খুদে ভক্তকে দেখেই গাড়ি থামিয়ে দিলেন অরিজিৎ সিং, কী হল তারপর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement