সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাস পার হয়ে গেল। এখনও হাসপাতালে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি (Abu Hena Rony)। কেমন আছেন ‘মীরাক্কেল’ শোয়ের অন্যতম সেরা প্রতিযোগী, ছবি পোস্ট করে সে খবর জানালেন মীর আফসার আলি (Mir Afsar Ali)।
গত সেপ্টেম্বরে ঘটেছিল দুর্ঘটনাটি। ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রনি। সেখানেই বিস্ফোরণ হয়। জিএমপির সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন সেই সময় জানান, ওড়ানোর জন্যই ওই গ্যাস বেলুনগুলি রাখা ছিল। অনুষ্ঠানের মুখ্য অতিথি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সেগুলি ওড়ানোর কথা ছিল। কিন্তু কিছু সমস্যা হওয়ায় বেলুনগুলি ওড়ানো সম্ভব হয়নি। ফলে তা মঞ্চের পিছনে রেখে দেওয়া হয়। শোনা গিয়েছে, সেখানেই বিস্ফোরণ হয়।
[আরও পড়ুন: অভিনেত্রী সুকন্যার যৌন হেনস্তার অভিযোগের পালটা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পরিচালকের]
বিস্ফোরণে রনির শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছিল। পরে হাই ডিপেনডেন্সি ইউনিটে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, ২০১১ সালে ‘মীরাক্কেল’ শোয়ে যোগ দিয়েছিলেন রনি। ‘দুলাভাই’ হিসেবে তুমুল জনপ্রিয় হয়েছিলেন তিনি। ভিকি ও পার্থর পাশাপাশি ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন। রনির জন্য খুবই চিন্তিত ছিলেন মীর। ফেসবুকে লিখেছিলেন, “আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।”
এখনও হাসপাতালে ভরতি রয়েছেন রনি। তবে অনেকটাই সুস্থ আছেন। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছবি পোস্ট করে নিজের ভাল থাকার খবর জানান তিনি। রনির একটি ছবি পোস্ট করেন মীর। ছবিতে রনি রয়েছেন আরেক কৌতুকশিল্পী এমদাদুল হল হৃদয়ের সঙ্গে। হাতে ও মুখে অগ্নিদগ্ধ হওয়ার চিহ্ন এখনও বয়ে বেড়়াচ্ছেন রনি। তবে মুখে তাঁর রয়েছে হাসি। তাতেই মীর লিখেছেন, “আবু হেনা রনি জিন্দাবাদ! অনেকদিন পর দারুণ একটা রবিবার। ধন্যবাদ এমদাদুল হল হৃদয়।”