shono
Advertisement
Donald Trump

'ভারতে এসে ফের বিবেকামুন্নন বললে রাগ করবো', ট্রাম্প জিততেই ফ্ল্যাশব্যাকে হেঁটে খোঁচা মীরের!

মার্কিন মসনদে ফের একবার ডোনাল্ড ট্রাম্প। কী বলছেন মীর?
Published By: Sandipta BhanjaPosted: 07:04 PM Nov 06, 2024Updated: 07:04 PM Nov 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মসনদে ফের একবার ডোনাল্ড ট্রাম্প। সেই প্রেক্ষিতেই ফ্ল্যাশব্যাকের সরণিতে হাঁটা দিলেন মীর আফসার আলি। প্রেসিডেন্টের দৌড়ে কমলা হ্যারিসকে হারিয়ে রিপাবলিকান নেতা জয়ের নিশান উড়িয়েছেন। এদিকে হোয়াইট হাউসের রং লাল হতেই বাঙালি মশগুল ট্রাম্পের অতীত 'উচ্চারণ স্খলন' নিয়ে।

Advertisement

ডোনাল্ড ট্রাম্পই ৪৭তম মার্কিন প্রেসিডেন্টের গদিতে বসতে চলেছেন। একথা বাংলা বাজারে ছড়িয়ে পড়তেই অন্দরমহল থেকে চায়ের ঠেক, সর্বত্র 'বিবেকামুন্নন' নিয়ে জোর আলোচনা। সেই প্রেক্ষিতেই অভিনেতা তথা সঞ্চালক মীর আফসার আলি লিখেছেন, "জিতেছেন ভালো কথা কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করবো!" মীরের পোস্টেও হাসির রোল! সিংহভাগ নেটিজেন তাঁকে সমর্থন করেছেন। কারও মন্তব্য, 'অসুবিধে হবে না, বাংলার মানুষ আবোল তাবোল শুনতে অভ্যস্ত। রাগ হয় না।' কারও মন্তব্য, 'একদম ঠিক বলেছো।' বছর চারেক আগে ভারত সফরে এসে স্বামী বিবেকানন্দ বলতে গিয়ে হোঁচট খান ট্রাম্প। পরিবর্তে 'বিবেকামুন্নন' বলে ফেলেন। বেদ বলতে গিয়ে 'ভেস্টাস' উচ্চারণ করেন। মণীষীর নামের এহেন হেলাফেলা উচ্চারণ মেনে নিতে পারেনি বাঙালি। বেজায় চটে গিয়ে সোশাল মিডিয়াতেও খোরাক করেন ট্রাম্পকে। এবার তাঁর নির্বাচনী জয়ে আবারও 'বিবেকামুন্নন' প্রসঙ্গ প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাই।

২০২০ সালের শীত। ফেব্রুয়ারি মাস। ভারত সফরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মোতেরা স্টেডিয়ামে ‘বন্ধু’কে সংবর্ধনার ব্যবস্থা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বক্তব্য রাখতে গিয়েই ব্যাপক জিভ-বিভ্রাট। মার্কিন জিভ একাধিক ভারতীয় শব্দ উচ্চারণ করতে গিয়ে ল্যাজে-গোবরে হয়। এর ফলে একদিকে যেমন হাসির ঢেউ ওঠে, অন্য দিকে বিরক্ত হন নেটিজেনদের একাংশ। স্বামী 'বিবেকানন্দ', 'বেদ' এবং 'শচীন তেণ্ডুলকরে'র মতো শব্দ ভুল উচ্চারণ করেন ট্রাম্প। এবার মার্কিন মসনদে ফের একবার তিনি বসতেই মীর আফসার আলির রসিক পোস্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোয়াইট হাউসের রং লাল হতেই বাঙালি মশগুল ট্রাম্পের অতীত 'উচ্চারণ স্খলন' নিয়ে।
  • অন্দরমহল থেকে চায়ের ঠেক, সর্বত্র 'বিবেকামুন্নন' নিয়ে জোর আলোচনা।
  • মীর আফসার আলি লিখেছেন, "জিতেছেন ভালো কথা কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করবো!"
Advertisement