shono
Advertisement

তৈমুরকে টেক্কা দিতে হাজির শাহিদের পুত্র, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

খুদে জেইনকে না দেখলে কিন্তু মিস করবেন। The post তৈমুরকে টেক্কা দিতে হাজির শাহিদের পুত্র, নেটদুনিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 AM Nov 10, 2018Updated: 10:49 AM Nov 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্টেই দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর ফ্যানেদের দিয়েছিলেন শাহিদ কাপুর৷ এবার প্রকাশ্যে এল ছোট্ট জেইন৷ আর ছেলের ছবি পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় শাহিদের স্ত্রী মীরা রাজপুতকে৷ ফর্সা-মিষ্টি জেইনে এখন মজে নেটদুনিয়া৷

Advertisement


মেয়ে মিশার পর ছেলের বাবা হয়ে আপ্লুত শাহিদ। হাসপাতালে থাকাকালীনই ছেলের নাম ঠিক করে ফেলেছিলেন তিনি। টুইটারে জানিয়েছিলেন ছেলের নাম রেখেছেন জেইন। এটি একটি আরবি শব্দ। যার অর্থ ‘উজ্জ্বল ও সুন্দর’। এবার তার ছবি সামনে আসতেই নামের সার্থকতা টের পাওয়া গেল। মেরুন রঙের পোশাকে মাস তিনেকের ফর্সা-টুকটুকে জেইনের থেকে মুখ ফেরানোই দায়। ইতিমধ্যেই তার ছবিতে দেড় লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। জন্মের পর জেইন হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠেছিল। তবে তখনও কাপুর পরিবারের খুদে সদস্যের মুখ দেখা যায়নি। এবার ছেলের ছবি পোস্ট করে ভক্তদের মন ভরালেন মীরা।

[আগামী বছরেই চারহাত এক হচ্ছে সুস্মিতা-রোমানের!]

জন্মের পর থেকেই রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে সইফ আলি খান ও করিনা কাপুরের পুত্র তৈমুর আলি খান। তার ভক্তের সংখ্যাও দিনে দিনে বেড়েই চলেছে। সর্বক্ষণই তৈমুরের নানা কীর্তি দেখার অপেক্ষায় থাকে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তার কোনও ছবি বা ভিডিও পোস্ট হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এবার যেন তাকে টেক্কা দিতে প্রস্তুত করিনারই প্রাক্তন প্রেমিক শাহিদের পুত্র। দিন কয়েক আগে অবশ্য সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিককে নিয়েও আগ্রহ ছিল তুঙ্গে। প্রকাশ্যে আসে সানিয়ার কোলে খুদের ছবিও। তবে আপাতত মিষ্টি মুখের জেইনেই মজেছেন শাহিদ ভক্তরা।

২০১৫ সালে মীরা রাজপুতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শাহিদ। পরের বছরই তাঁদের কোল আলো করে আসে মিশা। আর চলতি বছর ৫ আগস্ট জন্ম নেয় জেইন। স্বাভাবিকভাবেই সাংসারিক জীবনটা ভালই কাটছে বলিউড অভিনেতার। সম্প্রতি দিওয়ালি উপলক্ষে শাহরুখ খানের পার্টিতেও দেখা গিয়েছিল সস্ত্রীক শাহিদকে।

[ডিসেম্বরেই শুরু কপিল শর্মার কমেডি শোয়ের শুটিং, প্রযোজনায় সলমন!]

The post তৈমুরকে টেক্কা দিতে হাজির শাহিদের পুত্র, নেটদুনিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement