shono
Advertisement

বাস্তবের ‘বালা’, ‌বিয়ের একমাস পর স্বামীর মাথায় টাক আছে জেনে এ কী করলেন স্ত্রী!

স্ত্রীর কাছ থেকে সত্যিটা লুকিয়ে কী হালই না হল ব্যক্তির!
Posted: 08:37 PM Nov 01, 2020Updated: 01:13 PM Nov 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ মাথায় টাক (Bald)!‌ বয়সজনিত কারণে কম-বেশি অনেককেই চুল পড়ার সমস্যায় ভুগতে হয়। কিন্তু কখনও আবার জিনঘটিত বা শারীরিক কোনও অসুস্থতার কারণে অল্প বয়সেই ছেলেদের চুল পড়ে যায়। অনেকেই এতে সমস্যার সম্মুখীন হন। অনেক সময় কারোর আবার এই কারণে বিয়ে পর্যন্ত ভেঙে যায়। ঠিক যেমন আয়ুস্মান খুরানা অভিনীত ‘বালা’ সিনেমায় দেখা গিয়েছিল তবে এবার অন্য একটি ঘটনায় মাথার টাকের কথা লুকিয়ে বিয়ের করায় বড়সড় বিপদে পড়লেন মুম্বইয়ের (Mumbai) এক ব্যক্তি। সত্যি লুকিয়ে বিয়ে করার জন্য স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন স্ত্রী।

Advertisement

জানা গিয়েছে, পেশায় চার্টাড অ্যাকাউন্ট ওই মহিলার বয়স ২৭ বছর। একমাস আগেই মীরা রোডের (Mira Road) বাসিন্দা ২৯ বয়সি ওই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়ের কয়েকদিন পর হঠাৎই সামনে আসে সত্যিটা। ওই মহিলা জানতে পারেন, তাঁর স্বামী মাথায় পরচুল পরেন। কারণ তাঁর মাথায় টাক রয়েছে। এরপরই শুরু হয় অশান্তি। শ্বশুরবাড়ির লোকজনকে এই প্রসঙ্গে জানালে তাঁরা বলে, এটা খুবই ছোট্ট ঘটনা। যদিও শেষপর্যন্ত পুলিশে অভিযোগ জানানোর ব্যাপারেই মনস্থির করেন ওই মহিলা।

[আরও পড়ুন: আশ্চর্য! ‘আলাদিনের প্রদীপে’র লোভ দেখিয়ে চিকিৎসকের কাছে আড়াই কোটি টাকা হাতাল দুষ্কৃতীরা]

সেই মতো, মঙ্গলবার নয়া নগর (Nayanagar) থানায় স্বামী এবং পরিবারের লোকজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, বিয়ের আগে এই প্রসঙ্গে তিনি কিছু জানতেন না। তাঁর কাছ থেকে পুরো ব্যাপারটি লুকানো হয়েছে। স্বামীর মাথায় টাক আছে, জানলে তিনি কখনই বিয়ে করতেন না। পরচুল পরে তাঁর কাছ থেকে সত্যিটা লুকিয়েছেন স্বামী। এরপরই ওই ব্যক্তি এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (Indian Penal Code) ৪০৬ এবং ৫০০ ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে বেসরকারি কোম্পানিতে চাকুরিরত ওই ব্যক্তি থানের আদালতে জামিনের আবেদন জানালে আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

[আরও পড়ুন: বৃদ্ধের চোখের পাতায় বাসা বেঁধেছে ২০টি জলজ্যান্ত কৃমি! শিউরে উঠলেন চিকিৎসকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার