সুমন করাতি, হুগলি: পাঁঠার জন্মদিন পালন! বেলুনে সাজানো হল বাড়ি, হইহই করে কাটা হল কেক। পাত পেড়ে খেলেন হ্যাঁ, এমনই ঘটনার সাক্ষী হলেন হুগলি চুঁচুড়ার বুনোকালিতলার বাসিন্দারা।
হুগলির চুঁচুড়ার বাসিন্দা বাবলু ওঁরাও। হুগলির চুঁচুড়ার বালিপুকুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গতবছর ২ জানুয়ারি ওই পাঁঠাটি আচমকাই বাবলুর বাড়িতে হাজির হয়। ওই যুবক তাকে নিজের কাছেই রেখে দেয়। নাম দেন রাজা। সন্তান স্নেহেই তাকে পালনও করছেন। সম্প্রতি যুবকের বন্ধুরা ভাবেন, পোষ্য সারমেয়র যদি জন্মদিন পালন করা যায়, তাহলে পাঁঠার কেন হবে না? যেমন ভাবা তেমন কাজ। শুরু হয় তোড়জোড়।
বেলুন ও আলো দিয়ে সাজানো হয় বাড়ি। রাজাকে পরানো হয় নতুন পোশাক। কাটা হয় কেক। দেড়শো অতিথি পাত পেড়ে খান ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও মিষ্টি। রাজার জন্মদিনে চুটিয়ে আনন্দ করলেন সকলে। কথায় আছে, টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই তেমন নয়। বাবলু এবং তাঁর বন্ধুরা প্রায় সকলেই দিনমজুর। স্রেফ আনন্দ করতেই এরকম পরিকল্পনা অবাক করেছে সকলকে।