shono
Advertisement

Breaking News

Gujarat

'আইন সকলের জন্য সমান', অতুলের মৃত্যুতে পুরুষ কমিশনের দাবি বিক্ষুব্ধ স্বামীদের

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত কতজন পুরুষ মহিলাদের অত্যাচারের জেরে আত্মহত্যা করেছেন, সেই পরিসংখ্যান তুলে ধরেছেন আন্দোলনকারীরা।
Published By: Subhankar PatraPosted: 07:19 PM Dec 29, 2024Updated: 07:19 PM Dec 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী সুরক্ষায় কঠোর আইন বলবৎ হয়েছে দেশে। রয়েছে মহিলা কমিশন। তবে সেই আইনের অপব্যবহার করে অনেক মহিলা স্বামীদের হেনস্তা করেন বলে অভিযোগ। সম্প্রতি, স্ত্রীর বিরুদ্ধে সেই অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার অতুল সুভাষ। এবার তাঁর সমর্থনে, 'ছেলেরা এটিএম নয়' প্ল্যাকার্ড হাতে পুরুষ কমিশন তৈরির দাবিতে প্রতিবাদ জানালেন স্ত্রীদের হাতে 'অত্যাচারিত' সুরাটের যুবকরা।

Advertisement

মহিলাদের একাংশ তাঁদের সুরাক্ষার্থে তৈরি আইনকে হাতিয়ার করে স্বামীদের উপর চাপ সৃষ্টি করেন বলে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। এবার পুরুষরাও প্রায় একই অভিযোগে সরব হলেন। নিজেদের  অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, এই দাবি করে সুরাটের আথভান লাইনস সার্কেল এরিয়ায় বিক্ষোভ দেখালেন একদল যুবক। তাঁদের অভিযোগ, সমাজে শুধু নারীরাই নয়, পুরুষরাও অত্যাচারিত হন। তাঁদের প্রতি সুবিচার হয় না। অনেক সময় সমাজের ভয়ে চুপ করে থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তাঁরা। বেঙ্গালুরুতে আত্মঘাতী ইঞ্জিনিয়ার অতুল সুভাষও তেমন পরিস্থিতির শিকার বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। 'পুরুষ বাঁচাও দেশ বাঁচাও', 'আইন সকলের জন্য সমান' লেখা প্ল্যাকার্ড হাতে রাস্তায় বিক্ষোভ দেখান তাঁরা। এছাড়াও তাঁরা ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত কতজন পুরুষ মহিলাদের অত্যাচারের জেরে আত্মহত্যা করেছেন সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। 

পুরুষ কমিশন গঠনের দাবিতে আন্দোলনকারীদের যুক্তি, মেয়েদের উপর অত্যাচারের ঘটনা খতিয়ে দেখার জন্য মহিলা কমিশন রয়েছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কোনও অত্যাচার হলে তা খতিয়ে দেখার জন্য কোনও সংস্থা নেই। তাই গঠন করা হোক পুরুষ কমিশন। চিরাগ ভাটিয়া নামে আন্দোলনকারী যুবক বলেন, "অতুলের মৃত্যুর পিছনে মিথ্যা মামলা দায়ী। আমরা সেটার বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছি। এর জন্য নির্দিষ্ট আইন দরকার। অতুলের সুবিচার পাওয়া উচিত। অনেক মহিলাই পুরুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। আদালতে তা প্রমাণিত হলেও বিচারে নারীদের শাস্তির কোনও বিধান নেই। তাই পরিবর্তন চাইছি আমরা।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নারী সুরক্ষায় কঠোর আইন বলবৎ হয়েছে দেশে।
  • রয়েছে মহিলা কমিশন। তবে সেই আইনের অপব্যবহার করে অনেক মহিলা স্বামীদের হেনস্তা করেন বলে অভিযোগ।
  • সম্প্রতি, স্ত্রীর বিরুদ্ধে সেই অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার অতুল সুভাষ।
Advertisement