অর্ণব আইচ: ফের খাস কলকাতায় (Kolkata) খুন প্রৌঢ়া। বুধবার সন্ধেয় বটতলা থানা এলাকার বাড়ি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জখম তাঁর ছেলেও। মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক ধারনা, ডাকাতির উদ্দেশ্যে তাঁকে খুন করা হতে পারে।
পুলিশ সূত্রে খবর, প্রৌঢ়ার নাম মীনাক্ষী ভট্টাচার্য (৫৫)। স্বামী সুশান্ত ভট্টাচার্য। বৈদ্য়ুতিন যন্ত্রপাতির দোকানে কাজ করেন। ছেলে বিনায়ককে নিয়ে তাঁদের সংসার। বটতলা থানা এলাকার রাইবাগানের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়িতে ছেলেকে নিয়ে ছিলেন মীনাক্ষীদেবী। তার পর দুজনের ক্ষতবিক্ষত দেহ মেলে বাড়ির মধ্যে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ছেলে বিনায়ক।
[আরও পড়ুন: হাতে মদের বোতল ও ছুরি, মেয়েদের স্কুলের সামনে হাজির দশম শ্রেণির পড়ুয়া]
কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডাকাতির উদ্দেশে এসেছিল দুষ্কৃতীরা। তাদের বাধা দিতেই প্রাণ যায় প্রৌঢ়ার। প্রসঙ্গত, শহরে একের পর এক প্রৌঢ়া ও বৃদ্ধাকে টার্গেট করছে দুষ্কৃতীরা। তাদের একা থাকার সুয়োগ নিয়ে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। পুজোর মুখে খাস কলকাতার এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।