shono
Advertisement

Breaking News

‘কুকুরের জীবন চাইনি’, বলছেন সারমেয় হয়ে ওঠা যুবক!

১২ লক্ষ টাকা খরচ করে কুকুর সেজে ভাইরাল হয়ে গিয়েছেন তিনি।
Posted: 01:18 PM Aug 13, 2023Updated: 07:28 PM Aug 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন জাপানের টোকো নামের এক ব্যক্তি। চারপেয়ে হওয়ার প্রবল শখ থেকেই কুকুর সেজেছেন তিনি। রীতিমতো ১২ লক্ষ টাকা খরচ করে গায়ে চাপিয়েছেন অভিনব পোশাক। সেই পোশাক পরার পর সত্যিই তাঁকে কুকুর বলেই মনে হচ্ছে। কিন্তু এহেন মানুষটি ভাইরাল হওয়ার পরও কিছুটা অস্বস্তিতে। তাঁর দাবি, তাঁকে ঘিরে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। টোকো জানাচ্ছেন, সকলেই মনে করছেন তিনি বুঝি কুকুরের (Dog) মতোই বাঁচতে চাইছেন। যা সর্বৈব ভুল।

Advertisement

টোকো জানাচ্ছেন, ওই বিশেষ পোশাক তিনি সপ্তাহে একবার পরেন। আর সেটা পরেন বাড়িতে থাকাকালীনই। তাঁর কথায়, ”আমার ইচ্ছে ছিল পশু হয়ে ওঠার। এমন কিছু, যা আমি নই।” আর সেই কারণেই তাঁর এই কুকুর সাজার সিদ্ধান্ত।

[আরও পড়ুন: দেশবাসীকে ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হওয়ার আরজি, প্রোফাইল পিকচার বদলালেন মোদি]

কিন্তু এ নেহাতই তাঁর শখপূরণ। জানাচ্ছেন টোকো। তিনি মোটেই মানুষ কুকুর হয়ে ওঠেননি। অর্থাৎ কুকুরের মতো জীবন তিনি চাননি। এবং এমন বিচিত্র স্বভাবের জন্য তাঁকে মোটেই ‘ডগ হাউসে’ রাখেনি তাঁর পরিবার। টোকোর কথায়, ”আমার পরিবার অবাক হয়েছিল। কিন্তু ব্যাপারটা সকলেই মেনে নিয়েছে। আর সেজন্য আমি খুব খুশি।”

[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার