shono
Advertisement

‘সহজে উপার্জন করা যায়, পতনের দিকেও দ্রুত ঠেলে দেয়’, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে তুলোধোনা স্টার্কের

স্টার্কের কাছে দেশ আগে। পরে আইপিএল-ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
Posted: 07:35 PM Jun 12, 2023Updated: 07:35 PM Jun 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পরে অনেকই দুষছেন আইপিএলকে। মেগা টুর্নামেন্টের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। ‘গেল গেল’ রব তুলেছেন। ভারতীয় ক্রিকেটাররা আইপিএল নিয়ে মেতে উঠেছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেদের তৈরি করেছেন টেস্ট ফাইনালের জন্য। টেস্ট ফাইনাল শেষে মিচেল স্টার্ক (Mitchell Starc) যা বললেন, তাতে সেই আইপিএলকেই আসামীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যত দোষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। অজি পেসার বলেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে সহজে টাকা উপার্জন করা সম্ভব। সেই সঙ্গে তা অধঃপতনের দিকে দ্রুত ঠেলে দেয়।

Advertisement

মিচেল স্টার্কের কাছে দেশ আগে। পরে আইপিএল। টেস্ট ফরম্যাটে নিজের কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য অজি বোলার অর্থের প্রলোভন এড়িয়ে গিয়েছেন। বিলেতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন, ”আমি আইপিএল উপভোগ করেছি। তেমন ভাবেই ১০ বছর আগে ইয়র্কশায়ারে কাউন্টিও উপভোগ করেছি। কিন্তু অস্ট্রেলিয়া আমার কাছে সবার আগে। এখন আইপিএল খেলছি না বলে হতাশ নই। টাকা আসবে যাবে। যে সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।”

[আরও পড়ুন: ‘দ্রাবিড়-রোহিতকে দিয়ে হবে না, বিশ্বকাপ জিততে বাজি ধোনি-কোহলি’, ভারতকে পরামর্শ বাসিত আলির]

 

সদ্যসমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্টার্ক চারটি উইকেট নেন। অজি বাঁ হাতি পেসার বলছেন, ”টেস্ট ক্রিকেটের একশো বছরের ইতিহাসে পাঁচশোর কম মানুষ অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। জাতীয় দলের হয়ে খেলা সবসময়েই স্পেশ্যাল। আমি মনে করি, এখনও অনেক ছেলে-মেয়ে রয়েছে যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতেই পছন্দ করে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রয়েছে অর্থ। খুব সহজেই তা উপার্জন করা যায়। সেই সঙ্গে পতনের দিকে দ্রুত পদক্ষেপও বটে।”

স্টার্ক যে আইপিএল কোনওকালে খেলেননি তা নয়। ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। কিন্তু তাঁর ফোকাস লাল বলের ক্রিকেটের দিকে। স্টার্ক বলছেন, ”ফের আইপিএল খেলতে চাই আমি। কিন্তু আমার দীর্ঘদিনের উদ্দেশ্য একটাই। যে কোনও ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে সেরাটা দিতে চাই।”

[আরও পড়ুন: আম্পায়ারের বিরুদ্ধে মন্তব্যের জেরে বিরাট জরিমানা শুভমানের, শাস্তির মুখে টিম ইন্ডিয়াও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement