shono
Advertisement

Breaking News

ফের জুটি বাঁধছেন দেবশ্রী-মিঠুন, কোন ছবিতে দেখা যাবে এই দুই তারকাকে?

ছবিটি প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী।
Posted: 08:57 AM Oct 17, 2023Updated: 08:57 AM Oct 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। আর বক্স অফিসে পুরনো জুটি লক্ষ্মী আনে ঘরে। এই যেমন, ‘মৃগয়া’ ছবির বহু বছর পর ‘প্রজাপতি’ ছবিতে ফের জুটি বেঁধে কামাল দেখিয়েছেন মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী। আর এবার পালা দেবশ্রী রায়। হ্যাঁ, টলিপাড়ার নতুন খবর হল, পরিচালক পথীকৃৎ বসুর নতুন ছবি ‘শাস্ত্রী’তে জুটি বাঁধতে চলেছেন মিঠুন। আর এই ছবিটার প্রযোজনার দায়িত্বটা কাঁধে নিয়েছেন অভিনেতা ও প্রযোজক সোহম চক্রবর্তী।

Advertisement

খুব শীঘ্রই ওটিটিতে পা রাখছেন দেবশ্রী রায়। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে তাঁর ‘কেমিস্ট্রি মাসি’ সিরিজের শুটিং। অন্যদিকে, সদ্য মিঠুন শেষ করেছেন ‘কাবুলিওয়ালা’র শুটিং। এরই মাঝে দেবশ্রী ও মিঠুনের জুটি বাঁধার খবরে খুশি অনুরাগীরা।

[আরও পড়ুন: লুটিয়ে পড়েছে রানির শাড়ির আঁচল, এই কাজটি করলেন শাহরুখ, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

এর আগে ‘ত্রয়ী’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’, ‘ফেরারি ফৌজ’, ‘অভিমন্যু’, ‘টাইগার’, ‘শুকনো লঙ্কা’ ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিঠুন ও দেবশ্রীকে।

[আরও পড়ুন: পুজোর প্রাপ্তি! ‘মিতিন মাসি’ কোয়েলের সঙ্গে দেখা রোনাল্ডিনহোর, উচ্ছ্বসিত অনুরাগীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement