সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বচ্ছ নির্বাচন হলে বাংলায় যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে গদি। কালই ক্ষমতায় আসতে পারে বিজেপি। গড়তে পারে সরকার। নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এভাবেই শাসকদলের উদ্দেশে কার্যত হুঙ্কার দিলেন মিঠুন চক্রবর্তী। যার পালটা দিতে ছাড়ল না তৃণমূলও।
বুধবার হেস্টিংসে বিজেপির দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলে দেন, অবাধে ভোট হলে বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে। তাঁর কথায়, “কিছুদিন আগেই ঘুম থেকে উঠে দেখলাম মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা আর বিজেপি। কে বলতে পারে এখানেও তেমনটা হবে না! স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি বাংলায় সরকার গড়বে।” এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) পালটা, “উনি মাঝে মধ্যে কোনও কারণে শহরে আসেন। কখনও কখনও প্রচারের আলোয় ভেসে ওঠার শখ হয়। তিনি অনেক কথাই বলে থাকেন। এক বছরের মধ্যে আবার ভোট? ভাবছেন কী মশাই? আগে তেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, GST, এসব নিয়ে কথা বলুন উনি। এসব আলোচনা পরে হবে।”
[আরও পড়ুন: অর্পিতার সম্পত্তির খোঁজে কলকাতাজুড়ে তল্লাশি, ইডি’র সঙ্গে বাদানুবাদ পার্থ ‘ঘনিষ্ঠে’র মায়ের]
একুশের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল বিজেপি (BJP)। বাংলার ফলাফলে চূড়ান্ত হতাশ কেন্দ্রীয় নেতৃত্ব। তারপর থেকেই নানা ইস্যুতে বঙ্গ বিজেপির অন্দরে ফাটল ধরেছে। একাধিকবার প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দলও। এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতেই কলকাতায় মিঠুন। এদিনের বৈঠকের পর তিনি জানান, “নির্বাচনের ফলাফলের পর সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। যারা দল ছেড়ে বেরিয়ে গিয়েছে, তাদের জন্যও কষ্ট পেয়েছি। খারাপ লেগেছে। এখনও বলছি যদি আরও কেউ যেতে চান, দয়া করে চলে যান।” তারপরই যোগ করেন, বিজেপি লড়াই ছাড়বে না।
তবে রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মতবিরোধ থাকলেও তাঁকে এখনও ছোট বোনের মতোই সম্মান করেন বলে জানালেন মিঠুন। অভিনেতার এহেন মন্তব্যকে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। “দিদি-ভাইয়ের সম্পর্কে চূড়ান্ত কলঙ্কের নজির মিঠুন চক্রবর্তী। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এত সম্মান দিলেন, তাঁকেই মাঝপথে শুধু ছেড়েই গেলেন না, পিছন থেকে ছুরি মারলেন। নির্বাচনের সময় কুৎসা, অপপ্রচার করলেন। এরকম ভাই যেন কোনও দিদির না হয়। ওনার মুখে এসব দিদি-ভাই শব্দগুলো শোভা পায় না।”