shono
Advertisement

Mithun Chakraborty: ‘দুর্নীতির প্রমাণ থাকলে কেউ বাঁচাতে পারবে না’, পার্থ-অর্পিতার গ্রেপ্তারি নিয়ে মন্তব্য মিঠুনের

এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা তারকা বিজেপি নেতার।
Posted: 04:07 PM Jul 27, 2022Updated: 04:39 PM Jul 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসএসসি দুর্নীতি (SSC Scam) নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে চলছে জোর আলোচনা। এই ইস্যুতে চলছে শাসক-বিরোধী তরজা। এবার পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

Advertisement

বুধবার হেস্টিংসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) উদ্দেশে মিঠুন বলেন, “যদি দুর্নীতির কোনও প্রমাণ না থাকে, তবে ঘুমিয়ে থাকুন। আর প্রমাণ থাকলে কেউ বাঁচাতে পারবেন না। তা প্রধানমন্ত্রী হোন কিংবা রাষ্ট্রপতি। কারণ, কেউ আইনের ঊর্ধ্বে নয়।” এছাড়া এসএসসি চাকরিপ্রার্থীদেরও পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। মিঠুনের কথায়, “আন্দোলনকারীরা সত্যিই কষ্ট করছেন। আমাদের উচিত তাঁদের পাশে থাকা।”

[আরও পড়ুন: ‘বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৩৮ তৃণমূল বিধায়ক’, বিস্ফোরক দাবি মিঠুনের]

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে এসএসসি দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। ওই মামলায় সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবার রাজ্যের শিল্পমন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ অর্পিতার (Arpita Mukherjee) টালিগঞ্জের অভিজাত আবাসনেও যান তদন্তকারীরা। সেখান থেকে নগদ ২১ কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গয়না বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। পরদিনই গ্রেপ্তার হন পার্থ এবং অর্পিতা।

রাজ্যের মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠের গ্রেপ্তারি নিয়ে শাসক-বিরোধী অভিযোগ-পালটা অভিযোগের মাঝে বুধবার বেলা ১২টার পর হেস্টিংসে BJP দপ্তরে পৌঁছন মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, দলের শৃঙ্খলারক্ষার বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন বলেই জানান। তবে বৈঠক শুরুর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন মিঠুন (Mithun Chakraborty)। বলেন, “এগুলো ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত পলিটিক্স করি না।” মন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে রাজ্য সরকারকে যখন তুলোধোনা করছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপরা, তখন এ ব্যাপারে বিতর্ক থেকে কার্যত দূরেই থাকতে চান মিঠুন। তবে এদিন বিকেলের সাংবাদিক বৈঠকে পার্থ-অর্পিতার গ্রেপ্তারি নিয়ে স্পষ্ট মতামত দেন তিনি।

[আরও পড়ুন: ইডির ক্ষমতায় সিলমোহর সুপ্রিম কোর্টের, অর্থপাচার মামলায় গ্রেপ্তারির অনুমতি শীর্ষ আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement