shono
Advertisement
Mithun Chakraborty

চুরি হয়নি মিঠুনের মানিব্যাগ! 'আসল ঘটনা' জানালেন বিজেপি নেতা

ধানবাদ জেলার নিরসায় বিজেপি প্রার্থীর প্রচারে গিয়েছিলেন 'মহাগুরু'। সেখানেই এই ঘটনা ঘটে।
Published By: Suparna MajumderPosted: 11:44 AM Nov 13, 2024Updated: 05:16 PM Nov 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানেই চুরি হয়ে গিয়েছে তাঁর মানিব্যাগ। এমন অভিযোগ উঠেছিল। কিন্তু বিজেপির ধানবাদ জেলা সভাপতি এই অভিযোগ মানতে নারাজ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন 'আসল ঘটনা'।

Advertisement

মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসায় বিজেপি প্রার্থী অপর্ণা সেনগুপ্তর প্রচারে গিয়েছিলেন মিঠুন। অভিযোগ, প্রচার চলাকালীন 'মহাগুরু'র মানিব্যাগ খোয়া যায়। এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব মঞ্চ থেকেই মাইকিং করে বিষয়টি জানায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঞ্চ থেকে ঘোষণা করা হয়, "যো ভি মিঠুনদা কা মানিব্যাগ লিয়া হ্যায়, ওহ আকে লওটা দিজিয়ে। উস মে মিঠুনদা কা জরুরি কাগজ হ্যায়। (যে মিঠুনদার মানিব্যাগ নিয়েছেন, ফিরিয়ে দিন। ওতে ওঁর জরুরি কাগজ আছে)।"

 

এই ঘোষণার ভিডিও সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। তবে চুরির অভিযোগ মানতে নারাজ বিজেপির ধানবাদ জেলা সভাপতি ঘনশ্যাম গ্রোভার। তাঁর দাবি, কিছুক্ষণের জন্য মিঠুনের মানিব্যাগটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় সকলেই খুঁজতে থাকে। কিছুক্ষণ বাদেই মানিব্যাগটি পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মোট ৮২ আসনে বিধানসভা নির্বাচন। মোট ভোটার প্রায় আড়াই কোটি। তাঁদের মধ্যে ৬৬.৪ শতাংশ তরুণ। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়লাভ করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এবার সেই রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। জনসমর্থন টানতে প্রচারের শেষবেলায় হাজির হন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তী। তাঁকে দেখতে ভিড়ও জমেছিল। তারকাকে চোখের দেখা দেখতে ভিড় করেছিলেন করছিলেন আমজনতা। তার মধ্যেই মানিব্যাগ নিয়ে তুলকালাম কাণ্ড বাঁধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরির অভিযোগ মানতে নারাজ বিজেপির ধানবাদ জেলা সভাপতি ঘনশ্যাম গ্রোভার।
  • তাঁর দাবি, কিছুক্ষণের জন্য মিঠুনের মানিব্যাগটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় সকলেই খুঁজতে থাকে। কিছুক্ষণ বাদেই পাওয়া যায়।
Advertisement