সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুব অলিম্পিকে ইতিহাস গড়ল মিজোরামের ১৫ বছরের কিশোর জেরেমি লালরিনুঙ্গা। প্রথম ভারতীয় হিসেবে যুব অলিম্পিকে সোনা জিতল জেরেমি। বুয়েনেস আইরেসে ভারত্তোলনের ৬২ কেজি বিভাগে সোনা জিতল মিজো কিশোর। মিজোরামের ১৫ বছরের যুবক এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর মেডেল জিতেছিল জেরেমি। সোমবার সোমবার গভীর রাতে বুয়েনেস আইরেসে মোট ২৭৪ কেজি ভার উত্তোলন করে জেরেমি। রুপো জেতে তুর্কির তোপাস কানের।
[অবশেষে বিয়ের দিনক্ষণ ঘোষণা করলেন সাইনা নেহওয়াল]
সোমবারই অল্পের জন্য রুপোর পদক মিস করেন বাংলার মেয়ে মেহুলি। সোমবার মহালয়ার দিন বিশ্বের অন্য গোলার্ধে হুগলির সপ্তদশী মেহুলি ঘোষ যুব অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলে রুপো জিতল। শ্রীরামপুর রাইফেল ক্লাবে শুটিংয়ে হাতেখড়ি হওয়া মেহুলি বর্তমানে বাঙালি অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারের ছাত্রী। এদিন বুয়েনস আইরেসে যুব অলিম্পিক থেকে দেশকে রুপোর পদক এনে দিল সে। অল্পের জন্য এদিন সোনা হাতছাড়া হয় মেহুলির। শেষ শটের আগে পর্যন্ত প্রায় প্রতিটা শটে দশের কাছাকাছি স্কোর করার পর ২৪ নম্বর তথা শেষ শটেই মেহুলি ৯.১ স্কোরের বেশি করতে পারেনি। ফলে মোট ২৪৮ পয়েন্ট পেয়ে রুপে জেতে সে। সোনা জেতে ডেনমার্কের স্টিফেনি গ্রান্ডসোই (২৪৮.৭)। ভারতই কখনও যুব অলিম্পিকে সোনা জেতেনি। মেহুলির অল্পের জন্য সেই ইতিহাস গড়া হল না।
[বঙ্গতনয়ার বিশ্বজয়, মার্কিন মুলুকে পাওয়ার লিফটিংয়ে সোনা হুগলির শম্পার]
সোমবারের জোড়া পদক জয়ের পর যুব অলিম্পিকের পয়েন্ট টেবিলে এখন অষ্টম স্থানে ভারত। ভারতের ঝুলিতে ১ টি সোনা-সহ মোট ৪ টি পদক। ১১ টি সোনা-সহ মোট ১৩ টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে রাশিয়া। দ্বিতীয় স্থানের হাঙ্গেরি তাদের দখলে ৫ টি সোনা।
The post যুব অলিম্পিকে ইতিহাস, সোনা জিতল ১৫ বছরের মিজো কিশোর appeared first on Sangbad Pratidin.