shono
Advertisement

অস্ত্রোপচার করে অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁচালেন বিধায়ক

দীর্ঘদিন ধরে অভ্যাস নেই৷ কিন্তু অস্ত্রোপচারের সময় এতটুকু হাত কাঁপেনি তাঁর৷ The post অস্ত্রোপচার করে অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁচালেন বিধায়ক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Feb 24, 2017Updated: 09:58 AM Feb 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসব বেদনায় ছটফট করছিলেন ৩৫ বছরের মহিলা৷ তখনই অস্ত্রোপচারের প্রয়োজন ছিল৷ কিন্তু হাসপাতালের ডাক্তারবাবু নেই৷ গিয়েছেন কোনও এক ট্রেনিং প্রোগ্রামে৷ এবার কী হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্মীদের মনে৷ উত্তর মিলল এলাকার বিধায়কের আগমনে৷ পোশাক ও দস্তানা পরে নিজে ঢুকে গেলেন অপারেশন থিয়েটারে৷ দক্ষ হাতে অস্ত্রোপচার করে নতুন জীবন উপহার দিলেন মহিলাকে৷

Advertisement

বুদ্ধিমান মানুষের জীবনে সুখ থাকে না, মত গবেষকদের

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বের মিজোরাম রাজ্যের সাইহা এলাকায়৷ আর অস্ত্রোপচারকারী বিধায়কের নাম ডঃ কে বেইচুয়া৷ এমবিবিএস পাশ করার পর দুই দশকেরও বেশি সময় ধরে জেনারেল ফিজিশিয়ান হিসেবে কাজ করেছিলেন ডঃ বেইচুয়া৷ কিন্তু ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর প্র্যাক্টিস ছেড়ে দিয়েছিলেন৷ কারণ রাজনীতিতে প্রচুর সময় দিতে হয়৷

এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়

শেষবার অস্ত্রোপচার করেছিলেন ২০১৩ সালের ডিসেম্বর মাসে৷ তারপর আর ছুরি-কাঁচিতে হাত দেননি ডঃ বেইচুয়া৷ কিন্তু এদিন এলাকা পরিদর্শনে বেরিয়ে যখন শুনতে পান একজন মহিলা প্রসব বেদনায় ছটফট করছেন৷ আর তিনি ছাড়া আর কেউ এমন এলাকায় সেই মুহূর্তে নেই যে সাহায্য করতে পারে তাঁকে৷ দ্বিতীয়বার ভাবেননি বেইচুয়া৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে উপস্থিত হন৷ অভ্যাস না থাকলেও এতটুকু হাত কাঁপেনি তাঁর৷

টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের

The post অস্ত্রোপচার করে অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁচালেন বিধায়ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement