shono
Advertisement

ফের ভাষা বিতর্ক, নবনির্মাণ সেনার তাণ্ডবে সরানো হল গুজরাটি সাইনবোর্ড

চড়ছে বিক্ষোভের পারদ। The post ফের ভাষা বিতর্ক, নবনির্মাণ সেনার তাণ্ডবে সরানো হল গুজরাটি সাইনবোর্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Jul 29, 2017Updated: 10:19 AM Jul 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের পর এবার মহারাষ্ট্র। প্রাদেশিক ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবি তুলে চলল বিক্ষোভ, প্রতিবাদ। সৌজন্যে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। গুজরাটি ভাষার সাইনবোর্ড সরিয়ে ফেলার দাবি নিয়ে দাদরে কার্যত তাণ্ডব চালাল এমএনএস। বাদ গেল না হোটেলগুলিও। মাহিমের হোটেলগুলি থেকে গুজরাটি ভাষায় লেখা যাবতীয় প্ল্যাকার্ড, হোর্ডিং সরিয়ে ফেলার দাবিতে দিনভর বিক্ষোভে, উত্তাল হয়ে রইল মুম্বই। বিক্ষোভের জেরে গুজরাটি ভাষার যাবতীয় হোর্ডিং সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে সংস্থাগুলি।

Advertisement

[চিনা হামলা ঠেকাতে উত্তর-পূর্বে নেই ‘আকাশ’ মিসাইল, ক্যাগের রিপোর্টে শোরগোল]

পুলিশ সূত্রে খবর, সংস্থার আধিকারিকরা পুলিশের দ্বারস্থ হননি। কোনও অভিযোগও দায়ের করা হয়নি। তবে স্বত:প্রণোদিতভাবে পুলিশ অনভিপ্রেত জমায়েত করার অভিযোগে ৭ জনকে মাহিম থেকে গ্রেপ্তার করেছে। শুক্রবার থেকে এই বিক্ষোভ বৃহত্তর আকার ধারণ করে। বেলা গড়াতেই দাদরের একটি নামকরা গয়না প্রস্তুককারক সংস্থার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের সুর চড়া হতেই সংস্থাটি দোকানের সামনে রাখা গুজরাটি ভাষার হোর্ডিং সরিয়ে দেয় বলে জানান মুম্বই পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুনীল দেশমুখ। তিনি আরও জানান, মাহিমের পর বিক্ষোভকারীরা দাদরে বিক্ষোভ দেখায়। একটি হোটেলের বাইরে গুজরাটি ভাষায় সাইনবোর্ড টাঙানো ছিল। বিক্ষোভের মুখে পড়ে সেখানেও মালিক সেটি সরিয়ে দেয়।

[ অস্তিত্ব, রাতারাতি বিধায়কদের বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে গেল কংগ্রেস]

দুটি জায়গার জমায়েতকে, দুটি আলাদা অভিযোগ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধির ১৩৫ নম্বর ধারায় এদের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। পৃথকভাবে এই দুটি অভিযোগ দায়ের করা হয়েছে দাদর ও মাহিম থানায়।

The post ফের ভাষা বিতর্ক, নবনির্মাণ সেনার তাণ্ডবে সরানো হল গুজরাটি সাইনবোর্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement