shono
Advertisement

প্রার্থনা চলাকালীন দিল্লির চার্চে হামলা হিন্দুত্ববাদীদের! যথেচ্ছ ভাঙচুর, গ্রেপ্তার ১ 

অভিযুক্ত বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল।
Posted: 01:17 PM Aug 22, 2023Updated: 01:17 PM Aug 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় তথা গোষ্ঠী বিবাদ মাথাচাড়া দিচ্ছে। এবার তার প্রভাব পড়ল খোদ রাজধানী দিল্লিতে (Delhi)। রবিবার প্রার্থনা চলাকালীন একটি চার্চে হিন্দুত্ববাদীদের হামলার ঘটনা প্রকাশ্যে এল মঙ্গলবার। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা আচমকা চার্চের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। তাদের বাধা দিলে উত্তেজনা চরমে ওঠে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

হামলায় জড়িত হিন্দুত্ববাদী সংগঠনগুলির অভিযোগ, উত্তর-পূর্ব দিল্লির তাহিরপুরের সিয়ন প্রার্থনা ভবনে প্রার্থনার আড়ালে হিন্দু ধর্মের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়। অন্যদিকে চার্চের সদস্যদের একজনের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, উলটে যাওয়া আসবাব, প্রার্থনা কক্ষের মেঝেতে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে বেশ কিছু বাদ্যযন্ত্র। আক্রান্তরা জানিয়েছেন, হামলাকারীরা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্য।

[আরও পড়ুন: জাতীয় সংগীতের মতো রাজ্যের জন্য তৈরি হোক ‘রাজ্য সংগীত’, প্রস্তাব স্পিকারের]

স্থানীয় জিটিবি এনক্লেভ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চার্চ কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়, হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য স্লোগান দিতে দিতে চার্চের ভেতরে ঢোকে। এর পর প্রার্থনা কক্ষের ভিতরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায়। তছনছ করে দেয় ঘরের আসবাবপত্র। ঘটনার একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। পুলিশ চার্চের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে। এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। পালটা হিন্দুত্ববাদী সংগঠনগুলিও চার্চের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনেছে। উত্তেজনার কারণে চার্চে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement