shono
Advertisement

‘সব কেমন চলছে?’ বিদেশ থেকে বিমানবন্দরে নেমেই দেশের হালচাল নিয়ে প্রশ্ন মোদির

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন জেপি নাড্ডা-সহ বিজেপি নেতারা।
Posted: 01:09 PM Jun 26, 2023Updated: 01:09 PM Jun 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’দিনের বিদেশ সফর শেষে রবিবার ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিমান থেকে নেমেই তাঁর প্রথম প্রশ্ন, ভারতে কী কী হচ্ছে? দলের একাধিক হেভিওয়েট নেতা বিমানবন্দরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তাঁদের দিকেই প্রশ্ন ছুঁড়ে দেন মোদি। প্রসঙ্গত, আমেরিকা (USA) ও মিশর সফরে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রী। মিশরের (Egypt) সর্বোচ্চ সম্মানও পেয়েছেন তিনি।

Advertisement

রবিবার রাতেই দিল্লি বিমানবন্দরে ফেরেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখিও হাজির ছিলেন বিমানবন্দরে। এছাড়াও হর্ষ বর্ধন, গৌতম গম্ভীরের মতো বিজেপি নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বেশ কয়েকজন সাংসদও উপস্থিত ছিলেন বিমানবন্দরে।

[আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ, হাই কোর্টে দায়ের মামলা]

জেপি নাড্ডাকে দেখেই প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, “ভারতের কী খবর? সব কেমন চলছে?” উত্তরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, গত ৯ বছরে সরকারি কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের মানুষ যথেষ্ট খুশি হয়েছেন। মোদি আরও জানতে চান, জনসংযোগের কাজ ঠিকমতো চলছে কিনা। দলীয় নেতাদের উত্তরে প্রধানমন্ত্রী সন্তুষ্ট হয়েছেন বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, ছ’দিনের সফরে আমেরিকা ও মিশরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইতিহাস গড়ে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিয়েছেন। প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ পেয়েছেন তিনি। অস্ত্র কেনা থেকে শুরু করে মহাকাশ অভিযান- একাধিক ক্ষেত্রে ভারতের সঙ্গে চুক্তিও করেছে আমেরিকা। মার্কিন সফর শেষে মিশরে গিয়েছিলেন মোদি। সেখানেও দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: স্বামীর পর টার্গেট স্ত্রী, একই পরিবারের সদস্যদের উপর পরপর অ্যাসিড হামলায় রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement