সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে ভোট। হাতে আর একমাসও সময় নেই। ১১ এপ্রিল হবে প্রথম দফার নির্বাচন। আর তার পরই মুক্তি পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। নির্মাতারা ছবি মুক্তির দিন ধার্য করেছেন ১২ এপ্রিল। প্রথম দফার ভোটের ঠিক পরদিন।
ঐতিহাসিক চরিত্র বা ঘটনা নিয়ে বলিউডে অনেক ছবি হয়েছে। ছবি হয়েছে অ্যাথলিটদের নিয়েও। দেশের অন্যতম সেরা অ্যাথলিট মিলখা সিং, মেরি কমের বায়োপিক হয়েছে। সম্প্রতি বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিক অন্যতম সফল ছবি। ভারতের হকি টিমের অধিনায়ক সন্দীপ সিংয়ের বায়োপিকও মুক্তি পেয়েছে এই বছর। মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় কে করবেন তা নিয়ে অনেক ধন্দ ছিল। কিন্তু অনুপম খেরের অভিনয় প্রতিভায় প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্র দিব্যি মানিয়ে গিয়েছে। তবে মোদির চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে বি টাউন জুড়ে জোর চর্চা চলছিল। অবশেষে অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিবেক ওবেরয়কে। সিলভার স্ক্রিনে দেখা যাবে তাঁর পুরো নাম, বিবেকানন্দ ওবেরয়। ছবিটি পরিচালনা করবেন উমং কুমার। ‘মেরি কম’ ও ‘সরবজিত’-এর মতো ছবি করার অভিজ্ঞতা রয়েছে যাঁর ভাঁড়ারে।
[ নজর কাড়ছে ‘শরতে আজ’, সন্ত্রাসবাদ আর ধর্মের গোঁড়ামি উঠে এল ওয়েব সিরিজে ]
ছবির নাম ‘পিএম নরেন্দ্র মোদি’। জানুয়ারি মাসের শেষের দিকে গুজরাটে শুরু হয় ছবির শুটিং। মুম্বইতে এখন চলছে শেষ পর্যায়ের কাজ। এছাড়া উত্তরাখণ্ডেও ছবির কিছু অংশের শুটিং হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক যাত্রাপথ উঠে এসেছে উত্তরকাশী, গঙ্গাঘাট, কল্পকেন্দ্র মন্দিরের মতো জায়গায়। পরিচালক জানিয়েছেন, ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে জীবনের বড় উড়ান শুরু করেন নরেন্দ্র মোদি। তারপর তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। তাঁর গোটা জার্নিটাই তুলে ধরা হবে ছবিতে। প্রযোজক সন্দীপ সিং জানিয়েছেন, ছবিটি খুব স্পেশাল। তাঁর আশা দর্শকের ছবিটি ভাল লাগবে। ছবিতে বিবেক ওবেরয় ছাড়াও অভিনয় করেছেন দর্শন কুমার, বোমান ইরানি, প্রশান্ত নারায়ণন, জারিনা ওয়াহাব ও বরখা বিস্ত সেনগুপ্ত। বরখা ছবিতে প্রধানমন্ত্রীর স্ত্রী-র ভূমিকায় অভিনয় করছেন।
[ বলিউডের ইতিহাসে এক নতুন অধ্যায় ‘সিজনস গ্রিটিংস’-এর হাত ধরে ]