shono
Advertisement

Breaking News

অনলাইনে বেআইনি বেটিং রুখতে তৎপর কেন্দ্র, নিষিদ্ধ হল মহাদেব-সহ ২২টি অ্যাপ

বেআইনি অনলাইন বেটিং অ্যাপের রমরমা নিয়ে তোলপাড় গোটা দেশ।
Posted: 07:55 PM Nov 06, 2023Updated: 07:55 PM Nov 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি অনলাইন বেটিং অ্যাপের রমরমা নিয়ে তোলপাড় গোটা দেশ। মহাদেব অ্যাপে লগ্নি এবং অ্যাপের প্রচারের জন্য ইতিমধ্যেই মন্ত্রী থেকে একাধিক সেলিব্রিটিকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার ইডির আবেদনে সাড়া দিয়ে মহাদেব অ্যাপ-সহ মোট ২২টি বেআইনি বেটিং অ্যাপ ও ওয়েবসাইটকে ব্লক করার নির্দেশ দিল মোদি সরকার।

Advertisement

ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্ত মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, “বেআইনি বেটিং অ্যাপের সিন্ডিকেটে তল্লাশি চালিয়েছে ইডি। ছত্তিশগড়ে মহাদেব অ্যাপ সংক্রান্ত সব খতিয়ে দেখে ইডি বেআইনি লেনদেনের বিষয়টি জানতে পারে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে কোন কোন বেটিং অ্যাপ এবং ওয়েবসাইট নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।

[আরও পড়ুন: ফিরছে জোড়-বিজোড় গাড়ির বিধি, বন্ধ সব স্কুল, দিল্লির দূষণ রুখতে একাধিক সিদ্ধান্ত]

মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা ছিল। তবে অ্যাপের মালিকের বিলাসবহুল বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতির পরেই তা বেশি করে নজরে আসে। ইডির তরফে দাবি করা হয়, বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা। এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত ইডির উদ্ধার করা টাকার পরিমাণ ৪৫০ কোটি।

ছত্তিশগড় (Chhattisgarh) বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি নিয়ে কংগ্রেসকে আক্রমণও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপরই রবিবার এই দুর্নীতির মামলায় এক অভিযুক্ত চাঞ্চল্যকর অভিযোগ করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) বিরুদ্ধে। তাঁর দাবি, বাঘেলই তাঁকে দেশে ছেড়ে দুবাইয়ে যেতে বলেন। এহেন বিস্ফোরক অভিযোগে বেজায় অস্বস্তিতে কংগ্রেস (Congress)। এবার বেআইনি বেটিং অ্যাপের রমরমা রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: মিলল না স্বস্তি, জ্যোতিপ্রিয়কে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement