সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামিকাল, রবিবার টানা তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আর তার পরই তিনি উড়ে যাচ্ছেন ইটালি। সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আর্জিতে সাড়া দিয়ে জি৭ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবারই ইটালি যাচ্ছেন মোদি। জানা গিয়েছে, মোদিকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন মেলোনি। এটাই হতে চলেছে নতুন করে প্রধানমন্ত্রীর কুরসিতে বসার পর মোদির প্রথম বিদেশ সফর।
অতি দক্ষিণপন্থী নেত্রী ও বেনিটো মুসোলিনির ভক্ত মেলোনি ইটালির (Italy) প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বছর দুয়েক হল তিনি মসনদে। মোদির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবারের নির্বাচনে মোদির প্রত্যাবর্তন নিশ্চিত হতেই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন মেলোনি। এবার তাঁরই আর্জিতে সাড়া দিয়ে ইটালি যাচ্ছেন মোদি। সেদেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ জুন হতে চলা জি৭ সম্মেলনে যোগ দেবেন তিনি।
[আরও পড়ুন: গাড়ি-বাড়ি থেকে বেতন-ভাতা, সাংসদ হলে কী কী সুবিধা পাওয়া যায়?]
প্রসঙ্গত, মেলোনি (Giorgia Meloni) যখন ইটালির মসনদে বসেছিলেন তখন তাঁকেও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। নয়াদিল্লি ও রোমের সম্পর্ক যথেষ্ট মজবুত। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে গুরুত্ব দেয় কেন্দ্র সরকার। সেই সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বার্তাই বার বার দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী মোদিকে। এবারের সফরেও এই সংক্রান্ত আলোচনাই হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে ইটালির পাশাপাশি সুইজারল্যান্ডেও যেতে পারেন মোদি (PM Modi)। ১৫ ও ১৬ জুন সেখানে 'সামিট অফ পিস ইন ইউক্রেন' হওয়ার কথা। কিন্তু সত্যিই সেখানে প্রধানমন্ত্রী যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কেননা রাশিয়ার তরফে ভারতকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। রুশ-ইউক্রেন সংঘাত থামাতেই ওই বৈঠক বলে জানা গিয়েছে। 'বন্ধু' রাশিয়ার আমন্ত্রণ ছাড়া মোদি সেই বৈঠকে যোগ দেবেন না বলেই মত সংশ্লিষ্ট মহলের।